পত্নীতলা
পত্নীতলায় ৪২ কেজি গাঁজা জব্দ, আটক ২
মাদক কেনা-বেচার অভিযোগে নওগাঁর পত্নীতলা থেকে দুইজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। এসময় তাদের কাছ খেকে ৪২ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।
শনিবার (১৩ এপ্রিল) ভোরের দিকে উপজেলার ঘোষনগর এলাকা থেকে তাদের আটক করা হয়। অভিযানের সময় আরও দুইজন পালিয়ে গেছে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে গাঁজা ও ইয়াবা জব্দ, গ্রেপ্তার ৩
আটকরা হলেন- ঘোষনগর এলাকার মোহাম্মদ আলী ও মনোয়ারা বেগম।
পলাতকরা হলেন- মোহাম্মদ আলীর দুই ছেলে বকুল হোসেন ও আবু সাঈদ।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে র্যাব-৫ এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মোহাম্মদ আলী ও মনোয়ারা বেগম চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তারা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে ঘোষনগর নিজ নিজ বসত বাড়িতে মজুদ করে রাখতেন।
এরপর সুযোগ বুঝে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করতেন এবং মাদক বিক্রিতে বিশেষভাবে সহযোগিতা করতেন বকুল ও সাঈদ। এভাবে তারা দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।
ঘোষনগর এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ আলী ও মনোয়ারা বেগমকে আটক করে। এরপর তাদের দুইজনের বসত বাড়ি তল্লাশি করে ৪২ কেজি গাঁজা জব্দ করা হয়।
এসময় বকুল হোসেন ও আবু সাঈদ কৌশলে পালিয়ে যায়। আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নিতে পত্নীতলা থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: সিলেটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ বন্ধুর মৃত্যু
৮ মাস আগে
নওগাঁয় হেরোইন জব্দ, গ্রেপ্তার ২
নওগাঁর পত্নীতলা উপজেলা থেকে মাদক ব্যবসার অভিযোগে দুইজনকে আটক করেছে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে ৭২০ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে বলে জানায় র্যাব।
আরও পড়ুন: বাগেরহাটে মা-মেয়ে হত্যা মামলায় ৩ ভাই গ্রেপ্তার
শুক্রবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ছাইতনতলা এলাকায় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
শনিবার (১৯ আগস্ট) র্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গ্রেপ্তার দুইজন হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গিধনীপাড়া গ্রামের বাসিন্দা ইউসুফ আলী (৪০) ও লিটন মিয়া (৩৫)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার রফিকুল ইসলামের নেতৃত্বে পত্নীতলা উপজেলার ছাইতনলা এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়।
এ সময় একটি ট্রাক্টরসহ দুইজনকে আটক করা হয়। এরপর তাদের দেওয়া তথ্য অনুযায়ী ট্রাক্টরের ভেতর লুকিয়ে রাখা ৭২০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
পরে গ্রেপ্তারদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী নওগাঁ জেলার পত্নীতলা থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার রফিকুল ইসলাম জানান, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছেন। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে তা নওগাঁ, বগুড়াসহ বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি মাদক কারবারিদের কাছে বিক্রি করতেন। তাদের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, গ্রেপ্তার আসামিদের আদালতে নেওয়ার প্রস্তুতি চলছে। আদালতের নির্দেশে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণ মামলায় ঢাকা থেকে যুবক গ্রেপ্তার
পাকিস্তানে গির্জা ও খ্রিস্টানদের বাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার ১২৯
১ বছর আগে
নওগাঁয় বজ্রপাতে ৪ জন নিহত
নওগাঁর পত্নীতলা ও পোরশায় পৃথক বজ্রপাতে চারজন নিহত হয়েছে। শনিবার (১৭ জুন) বিকালে জেলার পত্নীতলা উপজেলায় তিনজন এবং পোরশা উপজেলায় একজন নিহত হয়েছেন।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার বিকালে প্রচণ্ড বৃষ্টির মধ্যে আমবাগানে কাজ করার সময় বজ্রপাতে পত্নীতলা উপজেলার আকবরপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের মো. আব্দুস সালামের ছেলে খাদেমুল ইসলাম (৪৫) এবং মো. হাবিবুর রহমানের ছেলে মো. মোতাহার হোসেন (৩৫) নামে দুইজন নিহত হয়েছেন।
তিনি আরও বলেন, অন্যদিকে একই উপজেলার দিবর ইউনিয়নের ছোটমহারন্দী গ্রামের ছয়ফুদ্দিন মণ্ডলের ছেলে মাসুদ রানা (১৯) বাড়ির পাশের আম বাগানে বিষ স্প্রে করে আসার সময় বজ্রপাতে নিহত হয়েছেন।
আরও পড়ুন: কিশোরগঞ্জের হাওরে বজ্রপাতে যুবক নিহত
অন্যদিকে, পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম জানান, বিকালে গরুকে ঘাস খাওয়ানোর জন্য মাঠে গিয়ে বজ্রপাতে আজিজুল হক (৬৫) নামে একজন নিহত হয়েছেন।
নিহত আজিজুল হক উপজেলার নিতপুর সোহাতী গ্রামের মৃত তছির উদ্দিন মণ্ডলের ছেলে।
পুলিশ জানায়, প্রাকৃতিক দুর্যোগে মৃত্যু হওয়ায় নিহতদের লাশ বিনা ময়নাতদন্তে পরিবার গুলোর কাছে দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে পত্নীতলা ও পোরশা থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় পুলিশ।
আরও পড়ুন: সুনামগঞ্জে বজ্রপাতে ২ জেলের মৃত্যু
কুড়িগ্রামে বজ্রপাতে যুবকের মৃত্যু
১ বছর আগে
নওগাঁয় বাস-ভ্যান মুখোমুখি সংঘর্ষে নারী নিহত, আহত ৫
নওগাঁর পত্নীতলায় যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ওই ভ্যানে থাকা শিশুসহ আরও পাঁচ যাত্রী আহত হয়েছে।
শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার নজিপুর-ধামইরহাট সড়কের আমবাটি মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সানজিদা খাতুন (২৬) উপজেলার পাহাড়াকাটা গ্রামের রাসেল হোসেনের স্ত্রী।
আহতরা হলেন, নিহত সানজিদার সন্তান সোহান (৩), আমিনাবাদ গ্রামের ফয়েজ উদ্দীনের ছেলে ভ্যানচালক মিজানুর রহমান (৪৫), পাহাড়কাটা গ্রামের আমজাদ হোসেনের ছেলে শামীম রেজা (৩০), একই গ্রামের আমজাদ হোসেনের স্ত্রী শরিফা খাতুন (৪৫), মহাদেবপুর থানার খাজুর ইউনিয়েনের নাটুয়াপাড়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে আরিফুজ্জামান (১৫)।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, একই পরিবারের কয়েকজন নারী ও পুরুষ ভ্যানে উপজেলার নজিপুর সদর থেকে নিজ বাড়ি পাহাড়কাটায় যাচ্ছিলেন। ভ্যানটি আমবাটি মোড় এলাকায় পৌঁছালে ধামইরহাট থেকে ছেড়ে আসা নজিপুরগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাহাড়কাটা গ্রামের বাসিন্দা শরিফা খাতুন, শামীম রেজা, শানজিদা খাতুন, সোহান ও মো. মিজানুর রহমান গুরুত্বর আহত হয়।
আরও পড়ুন: রাঙ্গুনিয়ায় ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১
স্থানীয়রা আহতদের উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সানজিদা খাতুনকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দুর্ঘটনা কবলিত বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে।
তিনি আরও বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় রাত ৯টার দিকে লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত পাঁচজনের চিকিৎসা চলছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: সাতক্ষীরায় ট্রাক্টর-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে পুলিশ সদস্য নিহত
১ বছর আগে
পত্নীতলায় ট্রাকের ধাক্কায় পুলিশ কর্মকর্তা নিহত
নওগাঁর পত্নীতলায় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় পুলিশের এক উপ-সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। রবিবার সাড়ে ১০ টায় নজিপুর-সাপাহার সড়কের কুন্সিপুকুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রুহুল আমিন (৩৩) জয়পুরহাট সদর উপজেলার আটঠোকা গ্রামের আলতাফ হোসেনের ছেলে। তার ৮ বছরের একটি পুত্র সন্তান রয়েছে।
তিনি পত্নীতলা থানায় উপ-সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) হিসেবে দুই বছর যাবত কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা গেছে, রবিবার সাড়ে ১০টায় প্রচণ্ড কুয়াশার মধ্যে রুহুল আমিন পত্নীতলা থানার মধুইল বাজার থেকে মোটরসাইকেলে করে পত্নীতলা থানায় ফিরছিলেন। তিনি নজিপুর-সাপাহার সড়কের চকআবদাল কুন্সিপুকুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়েন। এসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
তিনি বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি নওগাঁ সদর হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে নওগাঁ পুলিশ লাইনস মাঠে মরহুমের জানাযা অনুষ্ঠিত হবে। এর পর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
১ বছর আগে
নওগাঁয় মাথায় গুলি চালিয়ে বৃদ্ধের আত্মহত্যা!
নওগাঁর পত্নীতলা উপজেলায় নিজের লাইসেন্স করা বন্দুক দিয়ে মাথায় গুলি চালিয়ে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। বুধবার সকালে উপজেলার আকবরপুর ইউনিয়নের চেরাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইয়াকুব আলী (৫৫) একই গ্রামের বাসিন্দা।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম জানান, চেরাডাঙ্গা গ্রামে পরিবার ও স্বজনদের নিয়ে বসবাস করতেন ইয়াকুব আলী। নিজের নামে লাইসেন্স করা একটি একনলা বন্দুক ছিল তার। বুধবার সকালে বাড়ির ছাদে ওই বন্দুক দিয়ে নিজের মাথায় গুলি চালান তিনি।
আরও পড়ুন: রাজশাহীতে ২ কৃষকের আত্মহত্যা: তদন্তে সরকারি প্যানেল গঠিত
এ সময় তার স্ত্রী মর্জিনা খাতুন গুলির শব্দ শুনতে পেয়ে ছাদে উঠে ইয়াকুব আলীর লাশ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ইয়াকুব আলীর লাশ উদ্ধার করে এবং বন্দুকটি জব্দ করে।
তিনি জানান, ইয়াকুব আলীর লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতনন্তের জন্য দুপুরে নওগাঁ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে বলেও জানান ওসি।
আরও পড়ুন: রৌমারীতে পুলিশ কনস্টেবলের ‘আত্মহত্যা’
২ বছর আগে