ডারবান
দক্ষিণ আফ্রিকায় বন্যায় ৩৪০ জনেরও বেশি মানুষ নিহত
ভারী বর্ষণ ও বন্যায় ডারবানসহ দক্ষিণ আফ্রিকার পূর্ব কোয়াজুলু-নাটাল প্রদেশে কমপক্ষে ৩৪১ জনের মৃত্যু হয়েছে। পুরো পরিবারসহ অনেক লোক নিখোঁজ হওয়ায় মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
বৃহস্পতিবার দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, আগামী দিনে আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়া হয়েছে।
অবিরাম বর্ষণের ফলে অনেক ভবন ধসে পড়ে এবং প্রধান রাস্তগুলো ভেসে গিয়ে মারাত্মক বিপর্যয় সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার ইথেকউইনির মেয়র ম্যাক্সলোসি কাউন্ডা বলেছেন, ডারবান এবং আশেপাশের এলাকার ক্ষতি আনুমানিক ৫২ মিলিয়ন মার্কিন ডলার। কমপক্ষে ১২০টি স্কুল প্লাবিত হয়েছে, যার ফলে আনুমানিক ২৬ মিলিয়নেরও বেশি ক্ষতি হয়েছে।
এক বিবৃতিতে শিক্ষামন্ত্রী অ্যাঞ্জি মোতশেকগা জানিয়েছেন, বন্যায় বিভিন্ন স্কুলের অন্তত ১৮ জন শিক্ষার্থী ও একজন শিক্ষক মারা গেছেন।
আরও পড়ুন: জিম্বাবুয়ে বাস দুর্ঘটনায় ৩২ জন নিহত
মোতশেকগা আর বলেছেন, ‘এটি একটি বিপর্যয় এবং এর ক্ষতি নজিরবিহীন। এর চেয়েও বড় উদ্বেগের বিষয় হল, ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়া হয়েছে।’
দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল ডিফেন্স ফোর্স উদ্ধার ও মপ-আপ অপারেশনে সহায়তার জন্য সেনা মোতায়েন করেছে। বন্যার কারণে ডারবান এবং আশেপাশের ইথেকউইনি মেট্রোপলিটন এলাকার অনেক অংশে পানি এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কর্মকর্তাদের মতে, এই পরিষেবাগুলো পুনরুদ্ধার করতে কমপক্ষে এক সপ্তাহ সময় লাগবে।
বুধবার দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। তিনি বন্যাকে জাতীয় বিপর্যয় ঘোষণা করার জন্য মন্ত্রিসভার একটি জরুরি বৈঠক ডেকেছেন, যাতে বন্যার ক্ষয়-ক্ষতি মোকাবিলা করার জন্য তহবিল নির্ধারণ করা যেতে পারে।
অন্যদিকে বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তারা জানান, ডারবানের উত্তরে টোঙ্গাট এলাকার একটি খামার থেকে ১৪টি কুমির বন্যার পানিতে লোকালয়ে চলে গিয়েছিল। তবে পরবর্তীতে সেগুলোকে ফিরিয়ে আনা হয়েছে।
আরও পড়ুন: আল-আকসায় ইসরায়েলি পুলিশের সঙ্গে সংঘর্ষ, ১৫০ ফিলিস্তিনি আহত
যুদ্ধজাহাজ ‘মস্কোভা’ ডুবে গেছে, স্বীকার করল রাশিয়া
২ বছর আগে
ডারবান টেস্ট: শেষ বিকেলে হারমারে চুরমার বাংলাদেশের টপ অর্ডার
ডারবানে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে স্বাগতিক দলের বাঁহাতি স্পিনার সাইমন হারমারের ঘূর্ণিতে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে সফরকারী বাংলাদেশ।
দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ প্রথম ইনিংসে চার উইকেটে ৯৮ রান সংগ্রহ করেছে। ওপেনার মাহমুদুল হাসান জয় ৪৪ রানে অপরাজিত আছেন।
স্বাগতিকরা প্রথম ইনিংসে ৩৬৭ রানে অলআউট হওয়ার পর ছয় উইকেট হাতে রেখে ২৬৯ রানে পিছিয়ে আছে সফরকারীরা।
সতর্ক শুরুর পর দ্বিতীয় দিনের শেষ সেশনে দ্রুত তিনটি উইকেট হারায় বাংলাদেশ।
বাঁহাতি স্পিনার সাইমন হারমার ২০ ওভারে ৪২ রান দিয়ে চার উইকেট নিয়েছেন।
প্রথম উইকেটে ২৫ রান করে বাংলাদেশ। সাদমান ইসলাম ৯ রানে ফিরে যাওয়ার পর স্কোরবোর্ডে ৫৫ রান যোগ করেন মাহমুদুল ও নাজমুল হোসেন। এরপর ৮০ থেকে ৯৪ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।
নাজমুল ৩৮, মুমিনুল হক শূন্য রানে এবং মুশফিকুর রহিম মাত্র ৭ রান করেন।
এর আগে খালেদ আহমেদের ৯২ রানে রানে চার উইকেটের কল্যাণে স্বাগতিকদের ৩৬৭ রানে আটকাতে সাহায্য করে।
দক্ষিণ আফ্রিকার মাটিতে এটিই ছিল বাংলাদেশি পেসারের সেরা বোলিং। আগের সেরাটি ছিল ২০১৭ সালে শুভাশিস রায়ের ১১৮ রানে ৩ উইকেট।
চার উইকেটে ২৩৩ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে বাকি উইকেট হারিয়ে আরও ১৩৪ রান যোগ করে তারা।
শেষ দুটি জুটিতে দক্ষিণ আফ্রিকা ৬৯ রান যোগ করে যা তাদের ৩৫০ রানের সীমা অতিক্রম করতে সহায়তা করে।
অলরাউন্ডার সাইমন হারমার ৭৩ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন।
বাংলাদেশের পক্ষে ডানহাতি স্পিনার মেহেদি হাসান মিরাজ তিনটি ও এবাদত হোসেন দুটি উইকেট নেন।
পড়ুন: টস জিতে প্রোটিয়াদের বিপক্ষে বোলিংয়ে বাংলাদেশ, নেই তামিম
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের ধারা অব্যাহত রাখতে চায় টাইগাররা
২ বছর আগে
টস জিতে প্রোটিয়াদের বিপক্ষে বোলিংয়ে বাংলাদেশ, নেই তামিম
ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। এ ম্যাচ দিয়ে অনেক দিন পর টেস্টে ফেরার কথা থাকলেও অসুস্থতার কারণে একাদশে নেই তামিম ইকবাল।
দলের ফিজিও বায়েজিদুল ইসলাম জানিয়েছেন, শারীরিক অসুস্থতার কারণে তামিম ইকবাল এই ম্যাচ খেলতে পারছেন না।
এছাড়া পারিবারিক কারণে দেশে ফেরায় প্রথম টেস্টে নেই সাকিব আল হাসান।
বেশ কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড় আইপিএলে অংশ নেয়ায় প্রোটিয়া দলেও কিছু পরিবর্তন এসেছে।
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের ধারা অব্যাহত রাখতে চায় টাইগাররা
এই সিরিজের আগে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ১২টি টেস্টে মুখোমুখি হলেও কোনো ম্যাচেই জিততে পারেনি বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাম্প্রতিক ওয়ানডে সিরিজ জয়ের অন্যতম নায়ক ডানহাতি পেসার তাসকিন আহমেদ টেস্ট সিরিজেও বাংলাদেশ পেস বোলিংয়ের নেতৃত্ব দেবেন।
বাংলাদেশ (একাদশ): সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস, ইয়াসির আলী, মেহেদি হাসান, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ ও এবাদত হোসেন।
দক্ষিণ আফ্রিকা (একাদশ): ডিন এলগার, সারেল এরউই, কিগান পিটারসেন, তেম্বা বাভুমা, রায়ান রিকেলটন, কাইল ভেরেইন, উইয়ান মুল্ডার, কেশব মহারাজ, সাইমন হারমার, লিজাদ উইলিয়ামস, ডুয়ান অলিভিয়ার।
আরও পড়ুন: সাকিবের প্রশংসায় মাশরাফি
২ বছর আগে