ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। এ ম্যাচ দিয়ে অনেক দিন পর টেস্টে ফেরার কথা থাকলেও অসুস্থতার কারণে একাদশে নেই তামিম ইকবাল।
দলের ফিজিও বায়েজিদুল ইসলাম জানিয়েছেন, শারীরিক অসুস্থতার কারণে তামিম ইকবাল এই ম্যাচ খেলতে পারছেন না।
এছাড়া পারিবারিক কারণে দেশে ফেরায় প্রথম টেস্টে নেই সাকিব আল হাসান।
বেশ কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড় আইপিএলে অংশ নেয়ায় প্রোটিয়া দলেও কিছু পরিবর্তন এসেছে।
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের ধারা অব্যাহত রাখতে চায় টাইগাররা
এই সিরিজের আগে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ১২টি টেস্টে মুখোমুখি হলেও কোনো ম্যাচেই জিততে পারেনি বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাম্প্রতিক ওয়ানডে সিরিজ জয়ের অন্যতম নায়ক ডানহাতি পেসার তাসকিন আহমেদ টেস্ট সিরিজেও বাংলাদেশ পেস বোলিংয়ের নেতৃত্ব দেবেন।
বাংলাদেশ (একাদশ): সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস, ইয়াসির আলী, মেহেদি হাসান, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ ও এবাদত হোসেন।
দক্ষিণ আফ্রিকা (একাদশ): ডিন এলগার, সারেল এরউই, কিগান পিটারসেন, তেম্বা বাভুমা, রায়ান রিকেলটন, কাইল ভেরেইন, উইয়ান মুল্ডার, কেশব মহারাজ, সাইমন হারমার, লিজাদ উইলিয়ামস, ডুয়ান অলিভিয়ার।
আরও পড়ুন: সাকিবের প্রশংসায় মাশরাফি