বকেয়া
টেলিটকের কাছে ১ হাজার ৬৯৫ কোটি টাকা বকেয়া: মন্ত্রী
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার সংসদে বলেছেন, রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর কোম্পানি টেলিটক বাংলাদেশ লিমিটেডের কাছে সরকারের প্রায় এক হাজার ৬৯৪ কোটি ৭৩ লাখ টাকা পাওনা রয়েছে।
মঙ্গলবার আওয়ামী লীগের সংসদ সদস্য একেএম সরওয়ার জাহানের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের অধিবেশন শুরুর পর সংসদে প্রশ্নোত্তর পর্ব পেশ করা হয়।
আরও পড়ুন: টেলিটকের ইন্টারনেট ডাটার মেয়াদের সীমাবদ্ধতা থাকবে না: টেলিযোগাযোগ মন্ত্রী
এসময় মোস্তাফা জব্বার বলেন, মোট বকেয়ার মধ্যে থ্রিজি স্পেকট্রাম অ্যাসাইনমেন্ট ফি বাবদ এক হাজার ৫৮৫ কোটি ১৩ লাখ টাকা, স্পেকট্রাম চার্জের জন্য ২৭ কোটি ১৫ লাখ টাকা, রাজস্ব ভাগ বাবদ ৩৩ কোটি ৭৯ লাখ টাকা এবং এসওএফ (সার্ভিস অর্ডার ফর্ম) এর ৪৮ কোটি ৬৬ লাখ টাকা।
তিনি আরও বলেন, সিটিসেলের কাছে সরকারের ১২৮ কোটি ৬৯৮ লাখ টাকা বকেয়া রয়েছে।
আরও পড়ুন: ডলার সাশ্রয়ে টেলিটকের ২৩৬ কোটি টাকার প্রকল্প স্থগিত
টেলিটকের তারেককে গ্রেপ্তারে রেড নোটিশ জারির নির্দেশ হাইকোর্টের
১ বছর আগে
বকেয়া বেতনের দাবিতে বড়পুকুরিয়া কয়লাখনির শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো শ্রমিকদের অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে।
আট মাসের বকেয়া বেতন ভাতা এবং অবিলম্বে কাজে যোগদানের দাবিতে বুধবার থেকে সপরিবারে খনির প্রবেশ পথে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে শ্রমিকেরা। এই দাবিতে গত মার্চ থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন তারা।
করোনাকাল থেকে দুই বছর ধরে খনির (কম্পাউন্ডে) অভ্যন্তরে বিশেষ ব্যবস্থায় আটক রেখে কয়লা তোলানোর প্রতিবাদে (খনির বাউন্ডারির ভেতরে) বিক্ষোভ করছে আরও চারশ’ শ্রমিক। বাড়ি থেকে যাতায়াত করে কাজ করার দাবি জানাচ্ছেন তারা।
বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম রবি জানান, তিনটি চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিএমসি, এক্সএমসি, ও জেএক্সএমসির অধীনে আউটসোর্সিংয়ে খনিতে কয়লা তোলার কাজ করে থাকে প্রায় ১১শ’ দেশি শ্রমিক। এর মধ্যে সাতশ’ শ্রমিককে করোনালীন ছুটিতে পাঠানোর সময় মাসে সাড়ে চার হাজার করে টাকা ভাতা দেয়ার কথা ছিল। কিন্তু গত আট মাস ধরে ওই ভাতার টাকা পাচ্ছেন না তারা। ঈদের আগে ওই বকেয়া বেতন-ভাতা প্রদান এবং কাজে যোগদানের দাবিতে ধারাবাহিকভাবে আন্দোলন কর্মসূচি পালন করে আসছেন তারা।
আরও পড়ুন: বকেয়া বেতনের দাবিতে বড়পুকুরিয়া কয়লাখনির শ্রমিকদের অবস্থান কর্মসূচি
অন্যদিকে, চারশ’ শ্রমিককে করোনার সময় থেকে দুই বছর ধরে ইচ্ছার বিরুদ্ধে খনি এলাকায় আটকে রেখে কয়লা তুলতে বাধ্য করছে চীনা ঠিকাদারী প্রতিষ্ঠান। খনির বাইরে বের হওয়া এবং পরিবারের সঙ্গে মিলিত হওয়ার সুযোগের দাবিতে বিক্ষোভ শুরু করেছেন ওই শ্রমিকেরা।
বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান বলেন, এক দিকে কাজ বঞ্চিত শ্রমিকেরা খনিতে প্রবেশসহ কাজে যোগদানের দাবিতে খনির প্রবেশ পথে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। অন্যদিকে খনিতে আটকে রাখার প্রতিবাদে আটক শ্রমিকেরা নেটের বেড়ায় বন্দী অবস্থায়ই বিক্ষোভ করছে।
সংকট সমাধানে প্রশাসন ও খনি কর্তৃপক্ষ কোনো ব্যবস্থাই নিচ্ছে না বলেও জানান তিনি।
আরও পড়ুন: বকেয়া বেতনের দাবিতে বড়পুকুরিয়া কয়লাখনির শ্রমিকদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
মুজিববর্ষ: ঠাকুরগাঁওয়ে জমি-নতুন ঘর পাচ্ছেন ২৬১২ ভূমিহীন
২ বছর আগে
বকেয়া বেতনের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ সড়ক অবরোধ পোশাক শ্রমিকদের
নারায়ণগঞ্জের ফতুল্লায় বকেয়া বেতন পরিশোধের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করেছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ফতুল্লার শিবু মার্কেট এলাকার ‘রূপসী গার্মেন্টস’- নামের পোশাক কারখানার প্রায় ৩০০ থেকে ৪০০ শ্রমিক রাস্তায় নামেন।
এ সময় তারা সড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, পুলিশ সড়ক থেকে তাদের কর্মস্থলে ফেরত পাঠানোর চেষ্টা করলে বিক্ষুব্ধ শ্রমিকরা সড়কে চলাচলকারী কয়েকটি গাড়ি ভাঙচুর করেন।
আরও পড়ুন: গাজীপুরে পোশাক শ্রমিকদের অবরোধ: মহাসড়কে দীর্ঘ যানজট
তিনি বলেন, কয়েকজন শ্রমিক পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশ ও শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এ সময় বিক্ষোভরত শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ, গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করলে প্রায় ১৫-২০ শ্রমিক আহত হয় বলে অভিযোগ শ্রমিকদের।
তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে দুপুর ২টার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান ওসি।
আরও পড়ুন: গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ
পোশাক শ্রমিকদের বেতন ও ঈদ বোনাস ১০ মে’র মধ্যে পরিশোধের দাবি
২ বছর আগে