নারায়ণগঞ্জের ফতুল্লায় বকেয়া বেতন পরিশোধের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করেছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ফতুল্লার শিবু মার্কেট এলাকার ‘রূপসী গার্মেন্টস’- নামের পোশাক কারখানার প্রায় ৩০০ থেকে ৪০০ শ্রমিক রাস্তায় নামেন।
এ সময় তারা সড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, পুলিশ সড়ক থেকে তাদের কর্মস্থলে ফেরত পাঠানোর চেষ্টা করলে বিক্ষুব্ধ শ্রমিকরা সড়কে চলাচলকারী কয়েকটি গাড়ি ভাঙচুর করেন।
আরও পড়ুন: গাজীপুরে পোশাক শ্রমিকদের অবরোধ: মহাসড়কে দীর্ঘ যানজট
তিনি বলেন, কয়েকজন শ্রমিক পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশ ও শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এ সময় বিক্ষোভরত শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ, গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করলে প্রায় ১৫-২০ শ্রমিক আহত হয় বলে অভিযোগ শ্রমিকদের।
তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে দুপুর ২টার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান ওসি।
আরও পড়ুন: গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ
পোশাক শ্রমিকদের বেতন ও ঈদ বোনাস ১০ মে’র মধ্যে পরিশোধের দাবি