নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
চট্টগ্রামে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার করল পিবিআই
চট্টগ্রাম নগরীর পাহাড়তলী ওয়ার্লেসের চিকেন ফার্ম এলাকা থেকে ২১ মার্চ স্কুলে যাওয়ার সময় অপহৃত ১০ বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
পিবিআই'র পুলিশ সুপার (এসপি) নাঈমা সুলতানা জানান, মঙ্গলবার দিবাগত রাতে একটি পুকুর থেকে আবিদা সুলতানা আয়নীর লাশ উদ্ধার করা হয়েছে।
এ মামলার প্রধান সন্দেহভাজন রুবেলকে জিজ্ঞাসাবাদ করে তার দেওয়া তথ্য অনুযায়ী পুকুর থেকে আবিদার লাশ উদ্ধার করা হয় বলে জানান তিনি। তিনি বলেন, আজ (বুধবার) সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
মামলার বিবরণ থেকে জানা যায়, ওই দিন চতুর্থ শ্রেণির ওই ছাত্রী স্কুলে যাচ্ছিল। কাজীর দীঘির সাগরিকা রোড এলাকায় পৌঁছলে স্থানীয় সবজি বিক্রেতা রুবেল তাকে বিড়াল ছানা দেওয়ার প্রলোভন দেখিয়ে অপহরণ করে নিয়ে যায়। যা সিসিটিভি ফুটেজ থেকে দেখা যায়। এরপর থেকেই সে নিখোঁজ ছিল।
আরও পড়ুন: চট্টগ্রামে বিড়ালের ছানা দেয়ার কথা বলে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ
১ বছর আগে
নওগাঁয় মাদরাসার সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
নওগাঁর মহাদেবপুরে মাদরাসার সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শিবরামপুর হাফেজিয়া ও কওয়ামি মাদরাসার সেপটিক ট্যাংক থেকে তার লাশটি উদ্ধার করেছে পুলিশ।
নিহত আব্দুর রহমান (৫) উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের ভালাইন মোল্লাপাড়া গ্রামের রহিদুল ইসলামের ছেলে।
আরও পড়ুন: মাগুরায় নছিমন চাপায় শিশু নিহত
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ জানান, বৃহস্পতিবার বিকালে শিশু আব্দুর রহমান তার বাবার সঙ্গে শিবরামপুর মোড়ে চা পান করে। এরপর বাবা রহিদুল ইসলাম ছেলেকে বাইরে রেখে শিবরামপুর হাফেজিয়া ও কওয়ামি মাদরাসার মসজিদের মাগরিবের নামজ আদায় করে বের হয়ে তাকে আর খুঁজে পাননি। তাৎক্ষণিকভাবে মাদরাসার চার পাশে ও মোড়ের সব জায়গায় খোঁজাখুঁজির একপর্যায়ে রাত সাড়ে ৯টার দিকে মাদরাসার সেপটিক ট্যাংকের পাশে তার জুতা দেখতে পান এবং সেখানেই শিশু আব্দুর রহমানের লাশ শনাক্ত করেন। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
আরও পড়ুন: নওগাঁর মান্দায় হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার
ওসি জানান, নিহত শিশুর শরীরে কোনো আঘাতের চিহ্ন না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মহাদেবপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
২ বছর আগে