ক্রিস্টাল মেথ ও ইয়াবা উদ্ধার
টেকনাফে ক্রিস্টাল মেথ ও ইয়াবা উদ্ধার, মিয়ানমারের ২ নাগরিক আটক
কক্সবাজারের টেকনাফ থেকে এক কেজি ৬৯ গ্রাম ক্রিস্টাল মেথ ও ৫৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় মিয়ানমারের দুই নাগরিককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
শনিবার সকালে উপজেলার জালিয়ারদ্বীপের নাফ নদী থেকে তাদের আটক করা হয়।
উদ্ধার করা ক্রিস্টাল মেথ ও ইয়াবার মূল্য সাত কোটি ৯৭ লাখ টাকা।
আরও পড়ুন: কক্সবাজারে এক কেজির বেশি ক্রিস্টাল মেথ জব্দ
আটক ব্যক্তিরা হলেন- সিরাজ উদ্দিনের ছেলে জুবায়ের আহমেদ (২২) এবং আব্দুল গণির ছেলের মো. রফিক (২৩)। তারা দুজনই মিয়ানমারের মংডু জেলার বাসিন্দা।
টেকনাফ ব্যাটালিয়ন-২ এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি-২ এর একটি দল নাফ নদীতে একটি নৌকা আটকে দুই মাদকব্যবসায়ীকে আটক করে।
আরও পড়ুন: টেকনাফে ৫ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ জব্দ, আটক ১
তিনি বলেন, ‘মাদক কারবারিরা নদীতে লাফিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫৪ হাজার ইয়াবা ও এক কেজি ৬৯ গ্রাম ক্রিস্টাল মেথ জব্দ করে বিজিবি সদস্যরা।’
২ বছর আগে