দেয়াল
ভূমিকম্পে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৩ হলের দেয়ালে ফাটল
ভূমিকম্পের ফলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) তিনটি আবাসিক হলের বিভিন্ন দেয়ালে ফাটল দেখা দিয়েছে।
শনিবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে।
রিখটার স্কেলে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল কুমিল্লার দক্ষিণে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে বলে জানা গেছে।
তীব্র কম্পনে হলগুলো কাঁপতে শুরু করলে শিক্ষার্থীরা বাইরে বেরিয়ে আসে। পরে হলের বিভিন্ন স্থানে ফাটল দেখতে পান শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও কাজী নজরুল ইসলাম হলের বিভিন্ন কক্ষ ও সংযোগস্থলে চিড় দেখা দিয়েছে।
তবে বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইঞ্জিনিয়ার এসএম শহিদুল হাসান ইউএনবিকে বলেন, যেসব ফাটল দেখা দিয়েছে সেসব একভবনের সঙ্গে আরেক ভবনের সংযোগস্থলে। কিন্তু কোনো বিম বা রড ঢালাই যেখানে দেওয়া হয়েছে সেখানে কোনো ফাটল তৈরি হয়নি। তাই এখানে ভয়ের কিছুই নেই। ভবনেরও কোনো ক্ষতি হয়নি।
আরও পড়ুন: ঢাকাসহ বিভিন্ন স্থানে ৫.৬ মাত্রার ভূমিকম্প
দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প
ঢাকায় ৪.২ মাত্রার ভূমিকম্প অনুভূত
১ বছর আগে
মাগুরায় বিদ্যালয়ের দেয়াল ধসে ৮ শিক্ষার্থী আহত
মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাদের নিচের কংক্রিটের বিম ভেঙে চাপা পড়ে ৮ শিক্ষার্থী আহত হয়েছে। শনিবার (১৮ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
আহতরা হলো- রিথি বেগম (১৩), আম্বিয়া আক্তার (১৪), রিয়া আক্তার (১৩), আশরাদা জান্নাত (১৩), নূপুর খাতুন (১৪), নাদিয়া বেগম (১২), মিতু (১৩) ও মমি আক্তার (১৩)।
এদের মধ্যে- মমি আক্তারকে সদরের ডিজিটাল প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। ডান হাতের হাড় ভেঙে রিয়া ও দুই হাতের আঙুল ভেঙে নুপুর খাতুনকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ সময় লাইব্রেরিয়ান কায়কোবাদ বিদ্যালয়ে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: পার্বতীপুরে ট্যাংকলরি বিস্ফোরণে নিহত ১, আহত ২
তিনি জানান, বিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের চতুর্থ তলার ৪০১ নম্বর কক্ষে সপ্তম শ্রেণির বার্ষিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা চলছিল। দুপুর পৌনে ১টার দিকে ওই কক্ষের মাঝখানে বাঁশ দিয়ে ঠেকিয়ে রাখা অর্ধেক দেয়ালের অংশ ধসে পড়ে আট শিক্ষার্থী আহত হয়। এদিকে ঘটনার সময় অন্য কোনো শিক্ষক বিদ্যালয়ে উপস্থিত ছিলেন না।
নাসিরুল ইসলাম নামে এক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, দেয়াল পুরোটা না ভেঙে শুধু বাঁশ দিয়ে ঠেস দিয়ে রাখাটা কোনোভাবেই বিবেচনা প্রসূত কাজ হয়নি।
এ বিষয়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষক উত্তম কুমার অধিকারী বলেন, ঘটনার বিষয়ে শুনেছি। তবে আমি এখন বাইরে আছি।
এ বিষয়ে মাগুরা জেলা প্রশাসক মোহম্মদ আবু নাসের বেগ বলেন, শ্রীপুরে একটি বিদ্যালয়ে পরীক্ষা চলাকালে কংক্রিটের বিম ভেঙে আহত হয়েছে বেশ কয়েকজন শিক্ষার্থী। শ্রীপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তদন্ত করে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
খবর পেয়ে শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) গৌতম ঠাকুর বলেন, পার্টিশন পুরোটা না ভেঙে বিমের নিচের খানিকটা ওয়াল বাঁশ দিয়ে ঠেস দিয়ে রেখে দেওয়া হয়েছিল। যা মোটেও ঠিক হয়নি। এতে অনেক বড় ধরনের বিপদ ঘটতে পারত।
আরও পড়ুন: ঢাকার কদমতলীতে স্টিল মিলের আগুনে দগ্ধ হয়ে নিহত ১, আহত ৩
সুনামগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে সাংবাদিকসহ আহত ১০
১ বছর আগে
চট্টগ্রামে দেয়াল চাপা পড়ে নারী শিশুসহ আহত ৮
চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানাধীন আগ্রাবাদে দেয়াল ধসে নারী শিশুসহ কমপক্ষে আটজন আহত হয়েছে। শনিবার (২ এপ্রিল) দুপুরে চৌমুহনী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহতদের স্বজন সাইফুল ইসলাম জানান, তাদের বাড়ির সামনে ১৭ বছরের বিরোধপূর্ণ জায়গা নিয়ে আদালতে মামলা চলছে। কিন্তু প্রতিপক্ষ ইসমাইল ও হারুণের পক্ষের লোকজন সে জায়গায় ভবন নির্মাণ করতে গেলে মাটির চাপে পুরানো বাউন্ডারির দেয়াল ভেঙ্গে যায়। এতে দেয়াল চাপায় তিন শিশু ও দুই নারীসহ আটজন আহত হন। আহতদের মধ্যে দুইজন আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল এবং তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু
এদিকে দেয়াল ভেঙ্গে পড়ার খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকে একটি রেসকিউ টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়।আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে চৌমুহনী এলাকায় একটি ভবনের দেয়ালের পাশে মাটি রাখা হয়েছিল। মাটির চাপে দেয়ালটি ধসে পড়ে। সংবাদ পেয়ে দুটি গাড়ি ঘটনাস্থলে যায়। দেয়ালের পাশে থাকা পাঁচজন আহত হন। এদের মধ্যে তিনজন শিশু, একজন মহিলা ও একজন বৃদ্ধ রয়েছেন। তাদের নাম ঠিকানা এখনও পাইনি। আমাদের টিম সেখানে কাজ করছে।’
আরও পড়ুন: চট্টগ্রাম কারাগারে যুবদল নেতার মৃত্যু
চট্টগ্রামে স্কুলছাত্রীর লাশ উদ্ধার
২ বছর আগে