বিশ্বরঙ
শিল্পী সংঘের সদস্যদের সেবা প্রদান করবে ১১ প্রতিষ্ঠান
সম্প্রতি নতুন কমিটি নিয়ে যাত্রা শুরু করেছে অভিনয় শিল্পী সংঘ। এবারের সভাপতি আহসান হাবীব নাসিম ও সাধারণ সম্পাদক রওনক হাসান। তাদের নেতৃত্বে সংগঠনের কার্যক্রম শুরু হয়েছে। সেই ধারাবাহিকতায় শনিবার (২ এপ্রিল) শিল্পী সংঘের কার্যালয়ে ১১টি সেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে সংগঠনটি।
চুক্তি অনুযায়ী, অভিনয় শিল্পী সংঘের সদস্যদের প্রতিষ্ঠানগুলো বিশেষ সুবিধা প্রদান করবে। যেই তালিকায় রয়েছে বিশ্বরঙ, ইউনিভার্সাল হাসপাতাল, ওয়াটারফল রেস্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টার বাংলামোটর ও বনানী শাখা, সিয়েলো রুফটপ বাড্ডা, বনানী ও পরীবাগ শাখা, ওমেন্স ক্লাব মেকওভার স্যালুন এন্ড লেজার, চেজ মটরস, কাচ্চিভাই, অন্যরকম, পিজ্জু, লেক ভিউ ডায়াগনস্টিক এন্ড ডক্টরস চেম্বার, থাইরো কেয়ার।
চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি আহসান হাবিব নাসিম, সাধারণ সম্পাদক রওনক, যুগ্ম সাধারণ সম্পাদক নাজনীন হাসান চুমকি, জামিল হোসেন, প্রচার সম্পাদক প্রাণ রায়, আইন ও কল্যাণ সম্পাদক ঊর্মিলা শ্রাবন্তী কর, অনুষ্ঠান সম্পাদক রাশেদ মামুন অপু, কার্যনির্বাহী সদস্য শামস সুমনসহ অনেকে।
নাসিম বলেন, ‘শিল্পীদের জন্য যা কিছু ভালো সেই উদ্যোগ বিভিন্ন সময় নিয়েছে আমাদের সংগঠন। সেই ধারাবাহিকতায় নতুন আরও একটি সুবিধা যোগ হচ্ছে। আমাদের কমিটির মেয়াদকালে প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তি হয়েছে। আমরা বিশ্বাস করি এতে উপকৃত হবেন।’
আরও পড়ুন: অভিনয় শিল্পী সংঘের সভাপতি নাসিম, সম্পাদক রওনক
শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন সায়মন
২ বছর আগে