বায়তুল মুকাররম
এ বছর জনপ্রতি ফিতরা সর্বোচ্চ ২৩১০, সর্বনিম্ন ৭৫ টাকা
চলতি বছর জনপ্রতি ফিতরার হার সর্বোচ্চ দুই হাজার ৩১০ টাকা এবং সর্বনিম্ন ৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। শনিবার বেলা ১১টায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন।
সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গৃহীত হয়, ইসলামি শরিয়াহ মতে, আটা/গম, খেজুর, কিসমিস, পনির ও যবের যে কোনো একটি দ্বারা ফিতরা প্রদান করা যায়।
উন্নতমানের আটা বা গম দ্বারা ফিতরা আদায় করলে এক কেজি ৬৫০ গ্রাম বা এর বাজার মূল্য ৭৫ টাকা; যব দ্বারা আদায় করলে তিন কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য ৩০০ টাকা; কিসমিস দ্বারা আদায় করলে তিন কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য এক হাজার ৪২০ টাকা; খেজুর দ্বারা আদায় করলে তিন কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য এক হাজার ৬৫০ টাকা এবং পনির দ্বারা আদায় করলে ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য দুই হাজার ৩১০ টাকা ফিতরা প্রদান করতে হবে।
আরও পড়ুন: ফিতরা সর্বনিম্ন ৭০ টাকা ও সর্বোচ্চ ১,৯৮০ টাকা
দেশের সব বিভাগ থেকে সংগৃহীত আটা/গম, যব, খেজুর, কিসমিস ও পনিরের বাজার মূল্যের ভিত্তিতে এই ফিতরা নির্ধারণ করা হয়েছে।
মুসলমানরা নিজ নিজ সামর্থ অনুযায়ী উপরের পণ্যগুলোর যে কোন একটি পণ্য বা এর বাজার মূল্য দ্বারা সাদাকাতুল ফিতর আদায় করতে পারবেন।
তবে উপরোক্ত পণ্যের স্থানীয় খুচরা বাজার মূল্যের তারতম্য রয়েছে। তদনুযায়ী স্থানীয় মূল্যে পরিশোধ করলেও ফিতরা আদায় হবে।
২ বছর আগে
বায়তুল মুকাররমে মাসব্যাপী ইসলামী বইমেলা শুরু
পবিত্র রমজান মাস উপলক্ষে শনিবার (২ এপ্রিল) থেকে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ চত্বরে শুরু হয়েছে ইসলামী বইমেলা।
ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত মাসব্যাপী মেলার উদ্বোধন করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।
এবারের মেলায় মোট ৬৪টি স্টল রয়েছে। পবিত্র কুরআনের অনুবাদ, তাফসীর, হাদিসগ্রন্থসহ ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক ও গবেষণামূলক গ্রন্থ এবং বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন বই স্থান পেয়েছে মেলায়।
ইসলামী বইমেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
শনিবার আনুষ্ঠানিকভাবে নতুন চাঁদ দেখা যাওয়ায় বাংলাদেশে পবিত্র রমজান মাস শুরু হয়েছে।
পড়ুন: রবিবার থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস
২ বছর আগে