মন্ত্রীর পদত্যাগ
শ্রীলঙ্কায় একসঙ্গে ২৬ মন্ত্রীর পদত্যাগ
শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট এবং খাদ্য, জ্বালানি ও ওষুধের ঘাটতি নিয়ে ক্রমবর্ধমান আন্দোলনের মুখে দেশটির ২৬ মন্ত্রী পদত্যাগ করেছেন।
রবিবার তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন।
সঙ্কটটি আংশিকভাবে বৈদেশিক মুদ্রার অভাবের কারণে সৃষ্ট। যা জ্বালানি আমদানির জন্য ব্যয় করা হতো।
আরও পড়ুন: ক্যালিফোর্নিয়ায় গুলিবিদ্ধ হয়ে নিহত ৬, আহত ১০
অর্ধেক দিন বা তারও বেশি সময় ধরে বিদ্যুৎ না থাকা এবং খাদ্য, ওষুধ ও জ্বালানির সংকটের কারণে দেশটির জনগণের ক্ষোভ নতুন উচ্চতায় পৌঁছেছে।
স্থিতিশীল দেশ শাসনের প্রতিশ্রুতি নিয়ে ২০১৯ সালে বিপুল ভোটে জয়ী হয়ে ক্ষমতায় এসেছিলেন মাহিন্দা রাজাপক্ষের দল।
শিক্ষামন্ত্রী দীনেশ গুণবর্ধন রবিবার সাংবাদিকদের বলেন, মন্ত্রিসভার মন্ত্রীরা প্রধানমন্ত্রীর কাছে তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন।
আরও পড়ুন: কারফিউ সত্ত্বেও শ্রীলঙ্কায় বিক্ষোভ
২ বছর আগে