মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান
রোজায় কমল স্কুল-কলেজ খোলা রাখার সময়
মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ২৬ এপ্রিল পর্যন্ত নয়, ২০ এপ্রিল পর্যন্ত খোলা থাকবে এবং রোজায় সাপ্তাহিক ছুটি থাকবে দুইদিন (শুক্র ও শনিবার)। রোজার জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার দাবির মধ্যে কর্তৃপক্ষ সোমবার এ তথ্য জানিয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের ইউএনবিকে বলেন, সোমবার মন্ত্রী পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এর আগে মন্ত্রণালয় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানগুলোকে করোনা পরিস্থিতিতে একাডেমিক ক্ষতি পোষানোর জন্য ২৬ এপ্রিল পর্যন্ত শ্রেণিকক্ষে পাঠদান চালিয়ে যাওয়ার অনুরোধ করেছিল।
আরও পড়ুন: শিক্ষা প্রতিষ্ঠান চালু করতে আর অপেক্ষা নয়: ইউনিসেফ-ইউনেস্কো
রমজানে অফিস ৯টা থেকে সাড়ে ৩টা
২ বছর আগে