সানারেই দেবী শানু
টিপ পরা ছবি প্রকাশ করে তারকাদের প্রতিবাদ
সম্প্রতি টিপ পরা নিয়ে তেজগাঁও কলেজের এক নারী প্রভাষককে হেনস্থা করেছেন এক পুলিশ সদস্য। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় উঠেছে। যেখানে অংশ নিয়েছেন তারকারাও।
অভিনেত্রী মিথিলা এ নিয়ে চার লাইনের একটি প্রতিবাদী কবিতা লিখেছেন, ‘আমার টিপ নিয়ে কোন কথা নয়/আমার স্বাধীনতা নিয়ে কোন কথা নয়/যদি থাকে আমার আগুনে নিশ্চিহ্ন হবার ভয়/পৃথিবীটা তোমার একার নয়!’ পোস্টের সঙ্গে নিজের টিপ পরা ছবিও দিয়েছেন তিনি।
অভিনেত্রী ও কবি সানারেই দেবী শানু নিজের ছবি পোস্ট করে লিখেছেন, ‘ধর্ম খুব সংবেদনশীল নিজস্ব বিশ্বাসের বিষয়। ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অধিকার কারও নেই। টিপ পরার দায়ে প্রভাষক ড. লতা সমাদ্দারকে জনৈক পুলিশের ইভটিজিং ও বাইক দিয়ে প্রাণনাশের চেষ্টার তীব্র প্রতিবাদ জানাই। এই অসংযত আচরণের বহিঃপ্রকাশকে অবদমিত করা না হলে কদিন পর আর টিপ পরার বিষয়টি আলাদা করে ধর্মীয় ভাবনায় ভাগ হয়ে যাবে। সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা।’
অভিনেত্রী ফারজানা চুমকী লিখেছেন, ‘টিপ আমি পরবোই।’ অন্যদিকে অবসকিওর ব্যান্ড নেতা টিপু নিজ কপালে টিপ পরে বলেন, ‘টিপ, ভালোবাসার চিহ্ন।’ অভিনেত্রী আশনা হাবিব ভাবনা ছবি প্রকাশ করে হ্যাশট্যাগ দেন #টিপপরছোসকেন!’
আরও পড়ুন: রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার শিকার সবচেয়ে বেশি হয় নারীরা: আশফাক নিপুণ
অভিনেত্রী ও সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা এ নিয়ে কথা বলেন জাতীয় সংসদে। তিনি বলেন, ‘দল-মত নির্বিশেষে বিশেষ করে নারী সমাজের জন্য অত্যন্ত ঘৃণিত একটি ঘটনা। ইভটিজিং আমরা শুনে এসেছি। বখাটে ছেলেরা স্কুলের বাচ্চা বাচ্চা মেয়েদের টিজ করে। সেই পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রিত। কিন্তু আমি যখন দেশের আইনরক্ষাকারী কাউকে ইভটিজিংয়ের ভূমিকায় দেখি, তখন সেটা আমাদের সবার জন্য অত্যন্ত লজ্জাজনক।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের কোন সংবিধানে, কোন আইনে লেখা আছে যে একজন নারী টিপ পরতে পারবে না। এখানে হিন্দু-মুসলমান, খ্রিষ্টান, বৌদ্ধ এমনকি সে বিবাহিত না বিধবা সেটা বিষয় নয়, একটি মেয়ে টিপ পরেছে। তিনি একজন শিক্ষক। রিকশা থেকে নামার পর দায়িত্বরত পুলিশ অফিসার তাকে টিজ করেছে।’
শুধু নারী তারকারাই নন, এই ইস্যুতে টিপসহ ছবি প্রকাশ করে প্রতিবাদ করেছেন পুরুষ তারকারাও। অভিনেতা সাজু খাদেম টিপ পরা ছবি পোস্ট করে লেখেন, ‘লাল টিপ… লাল সূর্য’। অভিনেতা-প্রযোজক স্বাধীন খসরু টিপ পরা ছবি প্রকাশ করে লেখেন, ‘সংহতি টিপ।’
এছাড়াও টিপ পরে ছবি দিয়ে প্রতিবাদ করেছেন প্রাণ রায়, আনিসুর রহমান মিলন, মনোজ প্রামাণিক, চিত্রনায়ক সাইমন সাদিকসহ অনেকে।
আরও পড়ুন: ‘টিপ’ পরায় শিক্ষিকাকে হয়রানি: অভিযুক্ত শনাক্ত
২ বছর আগে