সালাউদ্দিন লাভলু
৪ বছর পর ঈদে সালাউদ্দিন লাভলু ও মাসুম রেজার নাটক
এক সময়ের জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘রঙের মানুষ’। নাট্যকার মাসুম রেজার লেখায় যেটি পরিচালনা করেছিলেন সালাউদ্দিন লাভলু। পরবর্তীতে এই নাট্যকার-নির্মাতা জুটির একাধিক নাটকের পাশাপাশি সিনেমাও মুক্তি পেয়েছে।
তবে গত চার বছর একসঙ্গে পাওয়া যায়নি সালাউদ্দিন লাভলু ও মাসুম রেজাকে। সেই বিরতি ভাঙছে এবারের রোজার ঈদে। ‘ঝড়ে বক পড়ে’ শিরোনামে ৬ পর্বের ঈদ ধারাবাহিক নাটক নিয়ে আসছে এই জুটি।
নতুন এই নাটকটি প্রসঙ্গে মাসুম রেজা বলেন, লাভলু হঠাৎ ফোন দিয়ে বললো, বন্ধু ঈদের নাটক লিখে দিতে হবে। তার কথায় আমিও ঈদের ৬ পর্বের ধারাবাহিক নাটক লিখলাম। হিসেব করে দেখলাম প্রায় চার বছর হয়ে গেছে লাভলুর সঙ্গে কাজ করিনি। তাই কোনো কিছু না ভেবেই বললাম আচ্ছা লিখব।’
অন্যদিকে সালাউদ্দিন লাভলু জানান, নাটকটির শুটিং এখনও চলছে। ঢাকার বাইরে কাজ হচ্ছে। গ্রামীণ পটভূমিতে নির্মিত নাটকটি একটি বেসরকারি টেলিভিশেনের জন্য নির্মিত হচ্ছে।
নাটকটির গল্পে দেখা যাবে, গ্রামের এক জ্যোতিষ বাড়ির ঘটনা। মূল জ্যোতিষ মারা যাওয়ার পর বাড়ির বড় ছেলে পেয়েছে অলৌকিক শক্তি। সে যা বলে তাই ঘটে। অন্যদিকে একই বাড়ির ছোট ছেলে ভালোবাসে এই গ্রামের মেয়ে হিমিকে। কিন্তু হিমি এতে রাজি নয়। আর এই ঘটনা থেকে শুরু হয় জ্যোতিষ বিদ্যার জটিল সমীকরণ।
আরও পড়ুন: স্বাধীনতা দিবসের বিশেষ নাটক ‘নিহত নক্ষত্র’
ওয়েব দুনিয়ায় আফসানা মিমির অভিষেক
২ বছর আগে