জাতীয় রপ্তানি ট্রফি
রবিবার সফল রপ্তানিকারকদের মধ্যে জাতীয় ট্রফি দেবেন প্রধানমন্ত্রী
সফল রপ্তানিকারকদের মধ্যে ‘জাতীয় রপ্তানি ট্রফি’ তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে ২০২১-২২ অর্থবছরের ট্রফি পাবে ৭৭টি প্রতিষ্ঠান।
প্রধানমন্ত্রী রবিবার (১৪ জুলাই) ওসমানী স্মৃতি মিলনায়তনে এ ট্রফি তুলে দেওয়া হবে।
এ উপলক্ষে শনিবার রাজধানীর টিসিবি ভবনে রপ্তানি উন্নয়ন ব্যুরো আয়োজিত সংবাদ সম্মেলন করেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
আরও পড়ুন: শহরের নির্ধারিত আয়ের মানুষ খুব বেশি চাপে আছে: বাণিজ্য প্রতিমন্ত্রী
এসময় বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী হস্তশিল্পকে বর্ষপণ্য ঘোষণার পর থেকে হস্তশিল্পকে যেন রপ্তানি করা যায় সেলক্ষ্যে কাজ করছে মন্ত্রণালয়। রপ্তানি বাড়লে দেশে কর্মসংস্থান বাড়বে। রপ্তানি বাণিজ্যকে বাড়াতে জাতীয় রপ্তানি ট্রফি সহায়ক ভূমিকা রাখবে। চীন, ভারত, জাপানসহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাণিজ্য মন্ত্রণালয় কাজ করছে।’
আহসানুল ইসলাম টিটু বলেন, ‘বাংলাদেশ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজার সুবিধা নিতে কর্মতৎপরতা চালাচ্ছে। সম্প্রতি চীন সফরে বাংলাদেশকে ম্যানুফেকচারার হাব করতে ব্যবসায়ীদের উৎসাহ দেখছি, যাতে চীনা সরকার সহযোগিতা করবে৷ রপ্তানি বাড়াতে ভারত সফরে বিমসটেক কী করে আরও কার্যকর করা যায় তা আলোচনা হয়েছে। কয়েক মাসের মধ্যে বিভিন্ন দেশের বাণিজ্য প্রতিনিধি দল ব্যবসা, বিনিয়োগ সম্প্রসারণে বাংলাদেশে আসবে।’
এসময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, আরজেএসসির নিবন্ধক (অতিরিক্ত সচিব) মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, জাতীয় রপ্তানি ট্রফি নীতিমালা-২০১৩ অনুসরণে বাছাই কমিটির মাধ্যমে মোট ৩২টি খাতের রপ্তানিকারকদের মধ্যে থেকে ২০২১-২০২২ অর্থবছরের রপ্তানি আয়, আয়গত প্রবৃদ্ধি, নতুন পণ্যের সংযোজন, নতুন বাজারে প্রবেশ, কমপ্লায়েন্স প্রতিপালন ইত্যাদি মূল্যায়নপূর্বক বিজয়ী প্রতিষ্ঠান নির্বাচন করা হয়। প্রতিটি খাতের জন্য কৃতি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে স্বর্ণ, রোপ্য ও ব্রোঞ্জ ট্রফি প্রদান করা হয়ে থাকে। এছাড়া সব খাতের মধ্যে থেকে সর্বোচ্চ রপ্তানি আয় অর্জনকারী প্রতিষ্ঠানকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি’ শিরোনামে একটি বিশেষ ট্রফিসহ (স্বর্ণ) মোট ২৯টি স্বর্ণ, ২৭টি রৌপ্য ও ২১টি ব্রোঞ্জ ট্রফি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
আরও পড়ুন: রপ্তানি উন্নয়নে ভূমিকা রাখছে ইপিবি: বাণিজ্য প্রতিমন্ত্রী
অর্থনৈতিক কূটনীতিতে জোর দিয়ে করেছেন প্রধানমন্ত্রী: বাণিজ্য প্রতিমন্ত্রী
৫ মাস আগে
অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান রাষ্ট্রপতির
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সাধারণ মানুষের দুর্ভোগের জন্য দায়ী অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘যারা মূল্যবৃদ্ধির জন্য সিন্ডিকেট তৈরি করেছে, যারা জনগণের ভোগান্তি বাড়িয়েছে তাদের আইনের আওতায় আনার ক্ষেত্রে সরকারের কঠোর হওয়া উচিত।’
বৃহস্পতিবার বঙ্গভবন থেকে ‘জাতীয় রপ্তানি ট্রফি-২০১৭-১৮’ এর অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কথা বলেন রাষ্ট্রপতি। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) যৌথভাবে রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করে।
আরও পড়ুন: তথ্যপ্রযুক্তির অপব্যবহার রোধে বিশেষজ্ঞদের সতর্ক থাকার আহ্বান রাষ্ট্রপতির
রাষ্ট্রপ্রধান বলেন, ‘একই সঙ্গে আপনাদের (ব্যবসায়ীদের) সজাগ থাকতে হবে এবং সরকারের সঙ্গে সহযোগিতা করতে হবে যাতে কিছু অসাধু লোকের জন্য পুরো ব্যবসায়ী সম্প্রদায়ের সুনাম ক্ষুণ্ন না হয়।’
বিশ্বের কয়েকটি দেশের উদাহরণ তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশে রমজান ও ঈদসহ বিভিন্ন উৎসবের আগমনের সঙ্গে সঙ্গে কিছু পণ্যের দাম হঠাৎ করে বেড়ে যায়। অন্যদিকে বিভিন্ন দেশে জাতীয়, ধর্মীয় ও সামাজিক উৎসব উপলক্ষে পণ্যের দাম কমে যায়।
তিনি বলেন, বিপুল মুনাফার লোভে জনস্বার্থ বাধাগ্রস্ত হলে সরকার এ বিষয়ে হস্তক্ষেপ করতে বাধ্য হয়।
আরও পড়ুন: শ্রমবাজারের চাহিদা অনুযায়ী শিক্ষা দিন: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি আবদুল হামিদ সংশ্লিষ্ট সকলকে চাহিদা, উৎপাদন, মজুদ ও পণ্যের ঘাটতির সঠিক তথ্য-উপাত্ত সংগ্রহের জন্য একটি বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণের পরামর্শ দেন যাতে কোনো দুষ্ট চক্র কারসাজির মাধ্যমে মানুষের দুর্দশা বাড়াতে না পারে।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি বিজয়ী ও জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ এস এম রফিকুল ইসলাম নোমান।
অনুষ্ঠানে রপ্তানি খাতে অসামান্য অবদানের জন্য ৬৬টি কোম্পানির হাতে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ-বিভাগে ৬৬টি ট্রফি তুলে দেয়া হয়।
২ বছর আগে