রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সাধারণ মানুষের দুর্ভোগের জন্য দায়ী অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘যারা মূল্যবৃদ্ধির জন্য সিন্ডিকেট তৈরি করেছে, যারা জনগণের ভোগান্তি বাড়িয়েছে তাদের আইনের আওতায় আনার ক্ষেত্রে সরকারের কঠোর হওয়া উচিত।’
বৃহস্পতিবার বঙ্গভবন থেকে ‘জাতীয় রপ্তানি ট্রফি-২০১৭-১৮’ এর অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কথা বলেন রাষ্ট্রপতি। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) যৌথভাবে রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করে।
আরও পড়ুন: তথ্যপ্রযুক্তির অপব্যবহার রোধে বিশেষজ্ঞদের সতর্ক থাকার আহ্বান রাষ্ট্রপতির
রাষ্ট্রপ্রধান বলেন, ‘একই সঙ্গে আপনাদের (ব্যবসায়ীদের) সজাগ থাকতে হবে এবং সরকারের সঙ্গে সহযোগিতা করতে হবে যাতে কিছু অসাধু লোকের জন্য পুরো ব্যবসায়ী সম্প্রদায়ের সুনাম ক্ষুণ্ন না হয়।’
বিশ্বের কয়েকটি দেশের উদাহরণ তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশে রমজান ও ঈদসহ বিভিন্ন উৎসবের আগমনের সঙ্গে সঙ্গে কিছু পণ্যের দাম হঠাৎ করে বেড়ে যায়। অন্যদিকে বিভিন্ন দেশে জাতীয়, ধর্মীয় ও সামাজিক উৎসব উপলক্ষে পণ্যের দাম কমে যায়।
তিনি বলেন, বিপুল মুনাফার লোভে জনস্বার্থ বাধাগ্রস্ত হলে সরকার এ বিষয়ে হস্তক্ষেপ করতে বাধ্য হয়।
আরও পড়ুন: শ্রমবাজারের চাহিদা অনুযায়ী শিক্ষা দিন: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি আবদুল হামিদ সংশ্লিষ্ট সকলকে চাহিদা, উৎপাদন, মজুদ ও পণ্যের ঘাটতির সঠিক তথ্য-উপাত্ত সংগ্রহের জন্য একটি বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণের পরামর্শ দেন যাতে কোনো দুষ্ট চক্র কারসাজির মাধ্যমে মানুষের দুর্দশা বাড়াতে না পারে।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি বিজয়ী ও জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ এস এম রফিকুল ইসলাম নোমান।
অনুষ্ঠানে রপ্তানি খাতে অসামান্য অবদানের জন্য ৬৬টি কোম্পানির হাতে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ-বিভাগে ৬৬টি ট্রফি তুলে দেয়া হয়।