গজারিয়া
গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
মুন্সীগঞ্জে অজ্ঞাত গাড়ির ধাক্কায় নাইম মিয়া নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (১৯ জানুয়ারি) গজারিয়া উপজেলার পুরান বাউশিয়ায় এলাকায় ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: শৈলকুপায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
মোটরসাইকেল আরোহী নাইম মিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের জষ্ঠিতলা গ্রামের রহমত উল্ল্যা মোল্লার ছেলে এবং আকিজ ইস্পাত কারখানার শ্রমিক ছিলেন।
স্থানীয়রা জানান, কাজ শেষ করে কারখানা থেকে মোটরসাইকেল যোগে বাড়ি যাওয়ার সময় বাউশিয়া আনন্দ মেলা সিএনজি পাম্পের বিপরীত পাশে মহাসড়কের ঢাকামুখী সড়কে একটি অজ্ঞাত গাড়ি নাইম মিয়াকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: হাতিরঝিলে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
ভবেরচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, ঘাতক বাসটিকে শনাক্ত করে আটকের চেষ্টা চালাচ্ছি। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
১০ মাস আগে
মানা বে: মুন্সীগঞ্জের গজারিয়ায় প্রিমিয়াম ওয়াটার পার্ক
মানসিক সুস্থতাই যেখানে মুখ্য, মৌলিক চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে চলা বিনোদনের দাবিটা সেখানে অকুন্ঠচিত্তে মেনে নেওয়া যায়। পরিবার, আত্মীয় স্বজন অথবা বন্ধু-বান্ধব নিয়ে আনন্দমুখর সময় কাটানো ভ্রমণের প্রশান্তিটাকে আরও একধাপ বাড়িয়ে দেয়। সেখানে খেলাধুলা আর মুক্ত পাখির মত নেচে-গেয়ে বেড়ানো জীবনের সবচেয়ে মূল্যবান মুহূর্তগুলোর অবতারণা করে। আর যখন তাতে দেওয়া হয় নতুনত্ব বা উদ্ভাবনের পরশ, তখনি উন্মোচিত হয় বিনোদনের এক বিস্ময়কর দিগন্ত। এই দিগন্তকে আলিঙ্গন করতেই বাংলাদেশের প্রথম প্রিমিয়াম ওয়াটার পার্ক ‘মানা বে’ স্বাগত জানাচ্ছে গোটা দেশবাসীকে। চলুন, সদ্য চালু হওয়া এই অভিনব পার্কটির ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।
দেশের প্রথম ওয়াটার পার্ক মানা বে’র উদ্বোধন
২২ ও ২৩ সেপ্টেম্বর বিশাল আড়ম্বরে উদ্বোধন করা হয় বাংলাদেশের প্রথম প্রিমিয়াম ওয়াটার পার্ক মানা বে। ২২ তারিখ শুক্রবার সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠান শুরু হয় এক প্রাণবন্ত কার্নিভাল দিয়ে। টানা দুই দিন মুন্সীগঞ্জের গজারিয়া মুখরিত হয়ে থাকে ওপেনিং প্যারেড, ওয়ারিয়র ড্যান্স, হাক্কা ড্যান্স ও স্টিল্ট ওয়াকিং, ব্যান্ড সঙ্গীতসহ নানা বর্ণাঢ্য আয়োজনে।
মানা বে’র চেয়ারম্যান মাসুদ দাউদ আকবানির আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে পার্ক উন্মুক্ত করা হয় দর্শনার্থীদের জন্য। এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। যুক্তরাজ্যের উপহাইকমিশনার ম্যাট ক্যানেল উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে।
আরও পড়ুন: বিশ্বের সেরা ১০ মনোমুগ্ধকর জলপ্রপাত
১ বছর আগে
মুন্সিগঞ্জ-গজারিয়া নৌরুটে ৪ বছর পর ফেরি চালু
মুন্সীগঞ্জ-গজারিয়া রুটে চার বছর পর বহু প্রতিক্ষীত ফেরি চলাচল উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে ফেরি চলাচল উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।
এর ফলে গজারিয়া উপজেলার সঙ্গে জেলা শহরের সড়ক যোগাযোগ পুনঃস্থাপিত হলো। এতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সঙ্গে ঢাকা-মাওয়া বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েরও দূরত্ব কমবে।
আরও পড়ুন: মোংলা বন্দর এলাকায় সড়ক ও ফেরিঘাট নির্মাণ দু’টি এলপিজি প্লান্টের কার্যক্রম ঝুঁকিতে ফেলবে
বেলা ১২ টায় ফেরি 'স্বর্ণ চাপা' গজারিয়ার কাজীপুরা ঘাট থেকে রওয়ানা দিয়ে ২০ মিনিটে মুন্সীগঞ্জ প্রান্তের চরকিশোরীগঞ্জ প্রান্তে পৌছায়। প্রথম ট্রিপে ফেরিতে চারটি যান পারপার করা হয়।
এর আগে মুন্সীগঞ্জ-গজারিয়া মেঘনায় এই ফেরি সার্ভিস ২০১৮ সালের ৩ জুন উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিআইডব্লিউটিসির পরিচালক (কারিগরি ও প্রশাসন) মো. রাশেদুল ইসলাম বলেন, যানবাহনের চাপ বাড়লে পর্যায়ক্রমে ফেরিও বাড়ানো হবে।
এই রুট চালু হওয়ার ফলে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সঙ্গে ঢাকা-মাওয়া বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের দূরত্ব কমবে।
রাত দিন ২৪ ঘন্টা সব ধরনের যানবাহন পারাপার করা হবে। দেড় কিলোমিটারের দূরত্বের এই ফেরি রুটে এখন তিনটি ফেরি চলবে।
এতে গজারিয়ার সঙ্গে দূরত্ব কমবে প্রায় ৪৩ কিলোমিটার।
এ সময় উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিসির পরিচালক (কারিগরি ও প্রশাসন) মো. রাশেদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মিনহাজুল আবেদিন, গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল ইসলাম চৌধুরী, গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম চৌধুরী প্রমুখ।
আরও পড়ুন: পদ্মার ভাঙনে গোয়ালন্দে ফেরি চলাচল ব্যাহত
ইলিশ মাছ ধরতে গিয়ে নদীতে পড়ে ফেরির লষ্কর নিখোঁজ
২ বছর আগে
গজারিয়ায় ট্রলারডুবি: নিখোঁজ ২ জনের লাশ উদ্ধার
বরিশালের মেহেন্দিগঞ্জে গজারিয়া নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ বাকি দু’জনের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। রবিবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় লাশগুলো উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন, মালা বেগম (৩৮) ও ইয়ামিন (৫)।
বিষয়টি নিশ্চিত করে মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) তৌহিদ জামান জানান, সকাল ৯টার দিকে দুর্ঘটনাস্থল থেকে ৩ কিলোমিটার দক্ষিণে স্থানীয়রা লাশ দুটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়।পরে নৌ পুলিশ গিয়ে লাশগুলো উদ্ধার করে। এ নিয়ে এ ঘটনায় নিখোঁজ পাঁচ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
প্রসঙ্গত, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মাঝের চর থেকে দরিরচর খাজুরিয়া যাওয়ার সময় গজারিয়া নদীতে একটি যাত্রীবাহী ট্রলার ঢেউয়ের কারণে আট জন যাত্রী নিয়ে ডুবে যায়। এ ঘটনায় তিন জনকে জীবিত উদ্ধার হলেও শনিবার দুপুরে এক শিশুর ও শুক্রবার সকালে দু জনের লাশ উদ্ধার করে কোস্ট গার্ড।
পড়ুন: গজারিয়ায় ট্রলারডুবি: দুজনের লাশ উদ্ধার, নিখোঁজ ৩
কীর্তনখোলা নদীতে গ্রীনলাইনের ঢেউয়ে যাত্রীবাহী ট্রলারডুবি
২ বছর আগে
গজারিয়ায় ট্রলারডুবি: নিহতের সংখ্যা বেড়ে ৩
বরিশালের মেহেন্দিগঞ্জের গজারিয়া নদীতে ট্রলারডুবির ঘটনায় আরও একজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে।
শনিবার দুপুর ১২টার দিকে গজারিয়া নদীর মোহনা সংলগ্ন চর বউপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত রোহান হাওলাদার (৪) মেহেন্দিগঞ্জের মাঝিরচর এলাকার মোন্তাজ হাওলাদারের ছেলে। এছাড়া এ ঘটনায় গতকাল মাহিনূর বেগম (৫৫) ও নাছরিন বেগম (২৫) নামে দুজনের লাশ উদ্ধার করা হয়। তারা সম্পর্কে মা-মেয়ে।
আরও পড়ুন: বরিশালে ট্রলারডুবি: আরও একজনের লাশ উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে ৪
এদিকে এ ঘটনায় এখন পর্যন্ত আরও দুজন নিখোঁজ রয়েছেন।
মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, শনিবার দুপুরে শিশুটির লাশ দুর্ঘটনাস্থল থেকে সাত কিলোমিটার দূর থেকে উদ্ধার করে জেলেরা। পরে তারা পুলিশে খবর দেয়।
আরও পড়ুন: মেঘনায় ট্রলারডুবি: ২ জেলের লাশ উদ্ধার, নিখোঁজ ১
উদ্ধারকর্মীরা নিখোঁজ থাকা দুজনের খুঁজে নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছেন বলেও জানান তিনি।
এর আগে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে আটজন যাত্রী নিয়ে একটি খোলা বডির ট্রলার মেহেন্দিগঞ্জ মাঝেরচর থেকে দলিল খাজুরিয়া যাচ্ছিলো। পথিমধ্যে গজারিয়া পৌঁছালে প্রচণ্ড ঢেউয়ের কারণে ট্রলারটি ডুবে যায়।
২ বছর আগে
গজারিয়ায় ট্রলারডুবি: দুজনের লাশ উদ্ধার, নিখোঁজ ৩
বরিশালের গজারিয়া নদীতে একটি যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ১০টায় মেহেন্দিগঞ্জের গজারিয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় তিনজনকে জীবিত উদ্ধার করা হলেও এখনও আরও তিনজন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহতরা হলেন- মাহিনূর বেগম (৫৫) ও নাছরিন বেগম (২৫)। তারা সম্পর্কে মা-মেয়ে এবং ওই এলাকার বাসিন্দা।
আরও পড়ুন: কীর্তনখোলা নদীতে গ্রীনলাইনের ঢেউয়ে যাত্রীবাহী ট্রলারডুবি
মেহেন্দিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদ জামান জানান, সকাল সাড়ে ১০টার দিকে আটজন যাত্রী নিয়ে একটি খোলা বডির ট্রলার মেহেন্দিগঞ্জ মাঝেরচর থেকে দলিল খাজুরিয়া যাচ্ছিলো। পথিমধ্যে গজারিয়া পৌঁছালে প্রচণ্ড ঢেউয়ের কারণে ট্রলারটি ডুবে যায়।
পুলিশের এই কর্মকর্তা জানান, ট্রলারডুবিতে নিহত মা ও মেয়ের লাশ মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এছাড়াও জীবিত উদ্ধার করা ব্যক্তিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এ ঘটনায় কোস্ট গার্ডের উদ্ধার অভিযান চলছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: বরিশালে ট্রলারডুবি: আরও একজনের লাশ উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে ৪
২ বছর আগে