ঐক্যজোট
ঐক্যজোটের নামে যত ষড়যন্ত্রই হোক দেশের মানুষ তা নস্যাৎ করবে: শিক্ষামন্ত্রী
ঐক্যজোটের নামে যত ষড়যন্ত্রই হোক দেশের মানুষ তা নস্যাৎ করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
তিনি বলেন, ‘দেশের চলমান অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য ষড়যন্ত্র চলছে। ঐক্যজোটের নামে যত ষড়যন্ত্রই করুন না কেনো, এ দেশের মানুষ এসব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে সঠিক স্থানে ভোট দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যাবে।’
শুক্রবার চাঁদপুরে জেলা প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি, সম্পাদক ও নির্বাহী সদস্যদের অভিষেক, ইফতার পাটি ও বিশেষ দোয়া অনুষ্ঠানে সাংবাদিকদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
দীপু মনি বলেন, শেখ হাসিনা গত ১৩ বছরে চাঁদপুরের উন্নয়নে অনেক দিয়েছেন। আমরা তার কাছে কৃতজ্ঞ। আগামীতে চাঁদপুরের উন্নয়নের জন্য আরও দেবেন।
পড়ুন: বেসরকারি শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা নিয়ে সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী
তিনি বলেন, দেশে আজ দুই ধারার রাজনীতি চলছে। এক ধর্মীয় মূল্যবোধের ধারা আরেকটি হলো উদার গণতান্ত্রিক মানবিক মূল্যবোধের ধারা।
মন্ত্রী বলেন, যখনই উদার গণতান্ত্রিক মানবিক মূল্যবোধ ধারার সরকার দ্বারা এ দেশ পরিচালিত হয়েছে তখনই দেশ এগিয়েছিল এবং এদেশ এগিয়ে যাচ্ছে। আবার উল্টো ধারায় দেশ পরিচালিত হলো তখন দেশ ও দেশের ইতিহাস ও অগ্রগতি পিছিয়ে গেছে। বতর্মানে শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে উন্নয়নের ধারায়।
আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বলেন, সঠিক তথ্য তুলে ধরার জন্য ও সমাজের অগ্রগতির জন্য বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অপরিহার্য। চাঁদপুরের সাংবাদিকদেরও সাংবাদিকতার সুনাম রয়েছে। তারা সবাই বস্তুনিষ্ঠতার সঙ্গে দায়িত্ব পালন করছেন, ভবিষ্যতেও করবেন এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
তিনি সবাইকে নিজ নিজ স্থান থেকে সুষ্ঠুভাবে দায়িত্ব পালনে এবং সত্য ও ন্যায়ের পথে থাকার আহ্বান জানান।
সুচিকিৎসার অভাবে শাহরাস্তির একজন সাংবাদিক মারা গেছেন এ প্রসঙ্গে তিনি বলেন, সুচিকিৎসার অভাবে কোন সাংবাদিক যেনো আর মারা না যায়।
এজন্য তিনি ও তার ভাই সাংবাদিক কল্যাণ তহবিল গঠনে ওয়াদুদ স্মৃতি ট্রাস্ট থেকে দুই লাখ টাকা অনুদানের ঘোষণা দেন।
দীপু মনি বলেন, যখনই কোনো সাংবাদিক অসুস্থ হবেন তিনি তার সঙ্গে যোগাযোগ করলে অবশ্যই সুচিকিৎসার ব্যবস্থা করবেন।
পড়ুন: শিক্ষার মানের উন্নয়ন না হলে কোনো উন্নয়নই টেকসই হয় না: শিক্ষামন্ত্রী
২ বছর আগে