নস্যাৎ
ছাত্র-জনতার বিজয়কে দুষ্কৃতকারীরা যেন নস্যাৎ করতে না পারে: জামায়াতের সেক্রেটারি জেনারেল
ছাত্র জনতার আন্দোলনের বিজয়কে রক্ষায় দেশবাসীকে সোচ্চার ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, ‘অন্তবর্তীকালীন সরকার দেশে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য কর্মতৎপরতা চালিয়ে যাচ্ছে। দেশের এ শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করার জন্য ফ্যাসিবাদের দোসররা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। ছাত্র-জনতার আন্দোলনের এই বিজয়কে দুষ্কৃতকারীরা যেন নস্যাৎ করতে না পারে, এজন্য সাংবাদকিসহ দেশবাসীকে সোচ্চার থাকতে হবে।’
শুক্রবার (২৩ আগস্ট) রাতে খুলনা মহানগরী জামায়াতের উদ্যোগে নগরীর সোনাডাঙ্গাস্থ আল-ফারুক সোসাইটিতে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, ‘প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। আমাদের ঐক্যকেআরও দৃঢ়তার এবং মজবুত করতে হবে। আমরা একটা ষড়যন্ত্রের মধ্যে সময় অতিবাহিত করছি।’
তিনি বলেন, হাজারো প্রাণের বিনিময়ে আমরা এই দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। দেশ গড়ার কাজে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিয়োজিত রয়েছে। আমরা বিশ্বাস করি জনগণের ঐক্য সুদৃঢ় হবে এবং ছাত্র-জনতার সঙ্গে একাকার হয়ে যেকোনো ষড়যন্ত্র এবং চক্রান্ত আমরা মোকাবিলা করব ইনশাআল্লাহ।
জামায়াতের সেক্রেটারি বলেন, আজকে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। এ অর্জনের একমাত্র কৃতিত্ব শিক্ষার্থীদের, আমাদের সন্তানদের। আমরা যা গত ১৫ বছরে করতে পারিনি, আমাদের সন্তানরা তা করে দেখিয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে শিক্ষার্থীসহ জামায়াত-বিএনপির ৭০০ নেতা-কর্মী জামিনে মুক্ত
তিনি বলেন, বাংলাদেশকে দ্বিতীয় বারের মতো স্বাধীন করার জন্য আপনাদের প্রিয়জন শহীদ হয়েছেন। শাহাদাত বরণকারী এসব ছাত্র জনতা জাতির শ্রেষ্ঠ সন্তান। সরকারকেই সকল শহীদ পরিবারের ভরণপোষণের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রত্যেকের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করতে হবে।
সাম্প্রতিক বন্যার বিষয়ে গোলাম পরওয়ার বলেন, কথিত বন্ধু ভারত ফারাক্কাসহ অভিন্ন ৫৪টি নদীতে বাঁধ দিয়ে বাংলাদেশের বিশাল এলাকা মরুভূতিতে পরিণত করেছে। ভারত শুকনা মওসুমে পানি আটকিয়ে রাখে, আর বর্ষায় মওসুমে রাতের আধারে একসঙ্গে সব গেট খুলে দেয়। গ্রীষ্মে যখন আমাদের পানির প্রয়োজন হয়, তখন তারা আমাদেরকে পানি না দিয়ে শুকিয়ে মারে। পানির অভাবে হাজার হাজার একর জমির ফসল নষ্ট হয়। আবার বর্ষার মওসুমে যখন পানির প্রয়োজন নেই, তখন পানি ছেড়ে দিয়ে আমাদেরকে বন্যায় ভাসায়।
সেক্রেটারি জেনারেল বলেন, ছাত্র-জনতার ঐতিহাসিক বিপ্লবের পর দেশকে অর্থবহ স্থিতিশীল ও উন্নয়নের জায়গায় নিয়ে যাওয়ার জন্য বৈষম্যহীন, সাম্প্রদায়িক-সম্প্রীতির সমাজ প্রতিষ্ঠা করা প্রয়োজন।
তিনি বলেন, বিগত সরকারের অপকর্মের মদদদাতা কর্মকর্তাদের অপসারণ করে সৎ, দক্ষ ও পেশাদার কর্মকর্তাদের নিয়োগ দিতে হবে। ফ্যাসিবাদীরা লুটপাট করে যেসব টাকা বিদেশে পাচার করেছে, সেগুলো ফেরত আনার ব্যবস্থা করতে হবে।
এ সময় দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ছাত্র আন্দোলনের সুযোগে বিএনপি-জামায়াতের ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা: ধর্মমন্ত্রী
৩ মাস আগে
নির্বাচনবিরোধী প্রচেষ্টা নস্যাৎ করার সামর্থ্য রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর: আইজিপি
নির্বাচন বিরোধী যেকোনো প্রচেষ্টা নস্যাৎ করে দেয়ার মতো সামর্থ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
সোমবার (১ জানুয়ারি) সকালে রংপুর নগরীর পুলিশ অফিসার্স মেসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি একথা বলেন।
আইজিপি বলেন, নির্বাচন সুষ্ঠু করতে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা প্রস্তুত। এছাড়াও ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবসময় মাঠে থাকবে।
আরও পড়ুন: বড়দিন ও নববর্ষে নিশ্ছিদ্র নিরাপত্তার আহ্বান আইজিপির
ভোটারদের উৎসবমুখর পরিবেশ ভোটকেন্দ্রে আসার আহ্বান জানিয়ে পুলিশের মহাপরিদর্শক বলেন, কেউ যদি ভোটারদের কেন্দ্রে যেতে বা অন্যভাবে বাধা দেওয়ার চেষ্টা করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত শান্তিপূর্ণ রয়েছে বলেও জানান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় শেষে পুলিশ প্রধান রংপুর মেসে বিভাগের সব ইউনিটের পুলিশ কর্মকর্তাদের নিয়ে মত বিনিময় করেন।
এসময় রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান, জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরীসহ আরও অনেকে ছিলেন।
আরও পড়ুন: পুলিশ সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়ায়: আইজিপি
১১ মাস আগে
ঐক্যজোটের নামে যত ষড়যন্ত্রই হোক দেশের মানুষ তা নস্যাৎ করবে: শিক্ষামন্ত্রী
ঐক্যজোটের নামে যত ষড়যন্ত্রই হোক দেশের মানুষ তা নস্যাৎ করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
তিনি বলেন, ‘দেশের চলমান অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য ষড়যন্ত্র চলছে। ঐক্যজোটের নামে যত ষড়যন্ত্রই করুন না কেনো, এ দেশের মানুষ এসব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে সঠিক স্থানে ভোট দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যাবে।’
শুক্রবার চাঁদপুরে জেলা প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি, সম্পাদক ও নির্বাহী সদস্যদের অভিষেক, ইফতার পাটি ও বিশেষ দোয়া অনুষ্ঠানে সাংবাদিকদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
দীপু মনি বলেন, শেখ হাসিনা গত ১৩ বছরে চাঁদপুরের উন্নয়নে অনেক দিয়েছেন। আমরা তার কাছে কৃতজ্ঞ। আগামীতে চাঁদপুরের উন্নয়নের জন্য আরও দেবেন।
পড়ুন: বেসরকারি শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা নিয়ে সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী
তিনি বলেন, দেশে আজ দুই ধারার রাজনীতি চলছে। এক ধর্মীয় মূল্যবোধের ধারা আরেকটি হলো উদার গণতান্ত্রিক মানবিক মূল্যবোধের ধারা।
মন্ত্রী বলেন, যখনই উদার গণতান্ত্রিক মানবিক মূল্যবোধ ধারার সরকার দ্বারা এ দেশ পরিচালিত হয়েছে তখনই দেশ এগিয়েছিল এবং এদেশ এগিয়ে যাচ্ছে। আবার উল্টো ধারায় দেশ পরিচালিত হলো তখন দেশ ও দেশের ইতিহাস ও অগ্রগতি পিছিয়ে গেছে। বতর্মানে শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে উন্নয়নের ধারায়।
আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বলেন, সঠিক তথ্য তুলে ধরার জন্য ও সমাজের অগ্রগতির জন্য বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অপরিহার্য। চাঁদপুরের সাংবাদিকদেরও সাংবাদিকতার সুনাম রয়েছে। তারা সবাই বস্তুনিষ্ঠতার সঙ্গে দায়িত্ব পালন করছেন, ভবিষ্যতেও করবেন এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
তিনি সবাইকে নিজ নিজ স্থান থেকে সুষ্ঠুভাবে দায়িত্ব পালনে এবং সত্য ও ন্যায়ের পথে থাকার আহ্বান জানান।
সুচিকিৎসার অভাবে শাহরাস্তির একজন সাংবাদিক মারা গেছেন এ প্রসঙ্গে তিনি বলেন, সুচিকিৎসার অভাবে কোন সাংবাদিক যেনো আর মারা না যায়।
এজন্য তিনি ও তার ভাই সাংবাদিক কল্যাণ তহবিল গঠনে ওয়াদুদ স্মৃতি ট্রাস্ট থেকে দুই লাখ টাকা অনুদানের ঘোষণা দেন।
দীপু মনি বলেন, যখনই কোনো সাংবাদিক অসুস্থ হবেন তিনি তার সঙ্গে যোগাযোগ করলে অবশ্যই সুচিকিৎসার ব্যবস্থা করবেন।
পড়ুন: শিক্ষার মানের উন্নয়ন না হলে কোনো উন্নয়নই টেকসই হয় না: শিক্ষামন্ত্রী
২ বছর আগে