পোর্ট এলিজাবেথ
খালেদকে জরিমানা করল আইসিসি
পোর্ট এলিজাবেথে দ্বিতীয় টেস্টের সময় দক্ষিণ আফ্রিকার খেলোয়াড় কাইল ভেরেনের দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে বল ছুঁড়ে দেয়ায় বাংলাদেশের ডানহাতি পেসার খালেদ আহমেদকে ম্যাচ ফি'র ১৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি।
মঙ্গলবার আইসিসি জানিয়েছে, সেন্ট জর্জ পার্কে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের ২য় দিনে আইসিসি আচরণবিধির লেভেল ১ ভঙ্গ করায় খালেদকে এ জরিমানা করা হয়েছে।
খালেদ আইসিসি কোড অব কন্ডাক্টের ধারা ২.৯ লঙ্ঘন করেছেন। এই ধারা অনুযায়ী একজন খেলোয়াড় প্রতিপক্ষ দলের খেলোয়াড়, আম্পায়ার, ম্যাচ রেফারি বা অন্য কোন তৃতীয় ব্যক্তির দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে বল ছুঁড়ে মারলে দোষী বলে গণ্য হবে।
আরও পড়ুন: দ.আফ্রিকার বিপক্ষে ৩৩২ রানের হার বাংলাদেশের
জরিমানার পাশাপাশি পেসারের একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে।
দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের ৯৫তম ওভারে এই ঘটনা ঘটে।
মাঠের আম্পায়ার মারাইস ইরাসমাস ও আল্লাহুদিন পালেকার, থার্ড আম্পায়ার অ্যাড্রিয়ান হোল্ডস্টক এবং চতুর্থ অফিসিয়াল বোঙ্গানি জেলে এ ব্যাপারে অভিযোগ তুলেছিলেন। খালেদ অপরাধ স্বীকার করায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
দ্বিতীয় টেস্টে বাংলাদেশ ৩৩২ রানের বড় ব্যবধানে হেরেছে।
আরও পড়ুন: তাইজুলের ৬ উইকেট, প্রোটিয়াদের সংগ্রহ ৪৫৩
২ বছর আগে
তাইজুলের ৬ উইকেট, প্রোটিয়াদের সংগ্রহ ৪৫৩
পোর্ট এলিজাবেথে ছয় উইকেট নেয়া বাঁহাতি বাংলাদেশি স্পিনার তাইজুল ইসলামের দুর্দান্ত বোলিং সত্ত্বেও, স্বাগতিক দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৪৫৩ রান করেছে।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা।
স্বাগতিক দলের চার ব্যাটার একটি করে ফিফটি করেছেন। কেশব মহারাজ করেছেন ৮৪ রান।অর্ধশতক করা অন্য ব্যাটাররা হলেন ডিন এলগার, কিগান পিটারসেন এবং টেম্বা বাভুমা।
এইদিন টেস্টে নিজের প্রথম পাঁচ উইকেট পাওয়ার রেকর্ড করেন তাইজুল। তাইজুল ১৩৫ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন।
আরও পড়ুন: পোর্ট এলিজাবেথ টেস্ট: ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ২ পরিবর্তন
খালেদ আহমেদ তিনটি ও মেহেদি হাসান মিরাজ একটি করে উইকেট নেন।
টস আপ স্পিন বলে তাইজুলের পঞ্চম শিকার কেশব মহারাজ।
তাইজুলো প্রথম শিকার প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার। লিটন দাসের একটি সহজ ক্যাচে তার আউট সম্পূর্ণ করেন। এলগারের পর তাইজুল কিগান পিটারসেন, রায়ান রিকেল্টন ও উয়ান মুলদারের উইকেটও ছিনিয়ে নেন।
মুলদারকে ৩৩ রানে ফিরিয়ে মুলদার ও মহারাজের ৮০ রানের জুটি ভেঙে দেন তাইজুল। এর আগে এলগার ও পিটারসেনের ৮১ রানের জুটির ছন্দপতনও হয় তাইজুলের হাতে।
টেস্টে পাঁচ উইকেট শিকারি দ্বিতীয় বাংলাদেশি হিসেবে নিজের নাম লেখালেন তাইজুল। এর আগে বাংলাদেশের পক্ষে এ রেকর্ড করেন সাকিব আল হাসান।
ডারবানে চলমান সিরিজের প্রথম টেস্টে হেরেছে বাংলাদেশ।
আরও পড়ুন: দ.আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে থাকছেন না তাসকিন ও শরিফুল
২ বছর আগে
পোর্ট এলিজাবেথ টেস্ট: প্রথম দিন শেষে দ. আফ্রিকার সংগ্রহ ২৭৮/৫
বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনের খেলা শেষে স্বাগতিকরা শুক্রবার পাঁচ উইকেটে ২৭৮ রান করেছে।
পুরো দিন দক্ষিণ আফ্রিকান ব্যাটাররা দাপট দেখালেও শেষ ভাগে তাইজুল ইসলাম ও খালেদ আহমেদের নৈপুণ্যে ম্যাচে ফিরে এসেছে বাংলাদেশ।
সেন্ট জর্জ পার্কে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়ার পর স্বাগতিক দলের তিনজন ব্যাটার হাফ সেঞ্চুরি করেছেন। তবে তাদের কেউই বড় স্কোর করতে পারেন নি।
দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগার ৭০, টেম্বা বাভুমা ৬৭ এবং কিগান পিটারসেন ৬৪ রান করেন।
বাংলাদেশের হয়ে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম তিনটি এবং পেসার খালেদ আহমেদ দুটি উইকেট নিয়েছেন।
এর আগে ডারবান টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে ২২০ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
এই ম্যাচে বাংলাদেশ দুই পরিবর্তন আনলেও স্বাগতিকরা অপরিবর্তিত একাদশ নিয়েই খেলছে।
পড়ুন: পোর্ট এলিজাবেথ টেস্ট: ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ২ পরিবর্তন
২ বছর আগে