পোর্ট এলিজাবেথে ছয় উইকেট নেয়া বাঁহাতি বাংলাদেশি স্পিনার তাইজুল ইসলামের দুর্দান্ত বোলিং সত্ত্বেও, স্বাগতিক দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৪৫৩ রান করেছে।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা।
স্বাগতিক দলের চার ব্যাটার একটি করে ফিফটি করেছেন। কেশব মহারাজ করেছেন ৮৪ রান।অর্ধশতক করা অন্য ব্যাটাররা হলেন ডিন এলগার, কিগান পিটারসেন এবং টেম্বা বাভুমা।
এইদিন টেস্টে নিজের প্রথম পাঁচ উইকেট পাওয়ার রেকর্ড করেন তাইজুল। তাইজুল ১৩৫ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন।
আরও পড়ুন: পোর্ট এলিজাবেথ টেস্ট: ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ২ পরিবর্তন
খালেদ আহমেদ তিনটি ও মেহেদি হাসান মিরাজ একটি করে উইকেট নেন।
টস আপ স্পিন বলে তাইজুলের পঞ্চম শিকার কেশব মহারাজ।
তাইজুলো প্রথম শিকার প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার। লিটন দাসের একটি সহজ ক্যাচে তার আউট সম্পূর্ণ করেন। এলগারের পর তাইজুল কিগান পিটারসেন, রায়ান রিকেল্টন ও উয়ান মুলদারের উইকেটও ছিনিয়ে নেন।
মুলদারকে ৩৩ রানে ফিরিয়ে মুলদার ও মহারাজের ৮০ রানের জুটি ভেঙে দেন তাইজুল। এর আগে এলগার ও পিটারসেনের ৮১ রানের জুটির ছন্দপতনও হয় তাইজুলের হাতে।
টেস্টে পাঁচ উইকেট শিকারি দ্বিতীয় বাংলাদেশি হিসেবে নিজের নাম লেখালেন তাইজুল। এর আগে বাংলাদেশের পক্ষে এ রেকর্ড করেন সাকিব আল হাসান।
ডারবানে চলমান সিরিজের প্রথম টেস্টে হেরেছে বাংলাদেশ।
আরও পড়ুন: দ.আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে থাকছেন না তাসকিন ও শরিফুল