চারঘাট
রাজশাহীতে ২০১২ সালে কিশোরী ধর্ষণের ঘটনায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড
রাজশাহীর চারঘাট উপজেলায় ১০ বছর আগে এক কিশোরীকে ধর্ষণের দায়ে মঙ্গলবার এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) সৈয়দ শামসুন্নাহার জানান, রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মুহা. হাসানুজ্জামান আসামিকে ২০ হাজার টাকা জরিমানা করেন, অনাদায়ে তাকে আরও এক মাসের কারাদণ্ড ভোগের রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামি উজ্জ্বল আলী (৩৫) চারঘাট উপজেলার পূর্ব কালাবীপাড়া গ্রামের বাসিন্দা।
মামলার এজাহারে বলা হয়, ২০১২ সালের ২৭ সেপ্টেম্বর ভুক্তভোগী পঞ্চম শ্রেণির ছাত্রীকে তার বাবার ফসলি জমিতে খাবার দিয়ে বাড়ি ফেরার সময় আখ ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে অভিযুক্ত।
বিষয়টি কাউকে জানালে ভুক্তভোগীকে হত্যার হুমকি দেয় অভিযুক্ত।
আরও পড়ুন: বান্দরবানে সৎ মাকে হত্যার দায়ে ১ জনের যাবজ্জীবন কারাদণ্ড
তবে একজন নারী (যার পরিচয় প্রকাশ করা হয়নি) অপরাধটি প্রত্যক্ষ করেছে এবং মেয়েটির বাবা-মাকে জানিয়েছে।
পরদিন ৫ম শ্রেণির ছাত্রীর বাবা অভিযুক্তের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
এরপর পুলিশ তাকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করে।
পিপি বলেন, সব প্রক্রিয়া শেষে মঙ্গলবার আসামিদের উপস্থিতিতে এ রায় দেন আদালত।
আরও পড়ুন: সিরাজগঞ্জে শিশু হত্যার দায়ে ৫ জনের যাবজ্জীবন
ময়মনসিংহে হত্যা মামলায় বাবা-ছেলের যাবজ্জীবন
১ বছর আগে
রাজশাহীতে পল্লী চিকিৎসকের গলাকাটা লাশ উদ্ধার
রাজশাহীর চারঘাট উপজেলার কানজগাড়ি গ্রাম থেকে এক পল্লী চিকিৎসকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আব্দুল মান্নান (৬০) কানজগাড়ি গ্রামের পল্লী চিকিৎসক।
শুক্রবার রাত ৯টার দিকে মান্নান বাড়ির পাশের কলা বাগানে যান। এরপর দীর্ঘক্ষণ হলেও তিনি না ফেরায় নিহতের পরিবারের সদস্যরা বাগানে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
তার শরীরে কিছু আঘাতের চিহ্ন পাওয়া যায়।
আরও পড়ুন: রাজশাহীতে আবাসিক হোটেল থেকে নারীর লাশ উদ্ধার
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
২ বছর আগে
রাজশাহীতে মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১
রাজশাহীর চারঘাট উপজেলায় মসজিদ কমিটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত এবং দুজন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার জোতকার্তিক গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত খোকন আলী (৩৫) জোতকার্তিক গ্রামের মোজাহার আলীর ছেলে। এছাড়া আহতরা হলেন মোজাহার আলী ও একই গ্রামের সিরাজুল ইসলাম (৪৫)। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন।
এ ঘটনায় শনিবার ১৭ জনকে আটকের কথা জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন: জৈন্তাপুরে দু'পক্ষের সংঘর্ষে মাদরাসা শিক্ষক নিহত, আহত শতাধিক
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রামের মসজিদের কমিটি গঠন ও সভাপতি বদল নিয়ে দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গ্রুপ দুটির একটির নেতৃত্ব দেন কামরুজ্জামান ওরফে মুকুল এবং আরেকটি মুক্তার আলী।
মাগরিবের নামাজের সময় দুই গ্রুপের মধ্যে বিষয়টি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ হয়। এতে খোকন আলী (মুক্তার আলীর ভাতিজা) গুরুতর আহত হয় এবং তাকে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: ফরিদপুরের সালথায় দুপক্ষের সংঘর্ষ: আহত ২০
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১৭ জনকে আটক করেছে।’
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
২ বছর আগে