জমি নিয়ে বিরোধ
ময়মনসিংহে জমি নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে কৃষকের মৃত্যু
ময়মনসিংহের হালুয়াঘাটে জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে ইসরাফিল নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) সকালে উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের লক্ষ্মীকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরে ইসরাফিলের সঙ্গে জমি নিয়ে আবু রায়হান ও তার পরিবারের বিরোধ চলছিল। এর জেরে আবু রায়হান ছুরি নিয়ে ইসরাফিলের পেটে পর পর তিনটি আঘাত করে পালিয়ে যায়।
আরও পড়ুন: সাভারে ওয়াজ মাহফিলে ছুরিকাঘাতে আহত ৩
এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার সাগর সরকারকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। আবু রায়হানকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
৩১৯ দিন আগে
কুমিল্লায় জমি নিয়ে বিরোধের জেরে সহিংস হামলায় আহত ২
কুমিল্লায় জমি নিয়ে বিরোধের জের ধরে চাচাতো ভাইদের হামলায় দুই ভাই-বোন আহত হয়েছেন।
শুক্রবার আদর্শ সদর উপজেলার আলেখারচর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, আহতরা হলেন মাহবুবুর রহমান ও তার বোন শিউলি আক্তার।
আরও পড়ুন: জমি নিয়ে দ্বন্দ্বের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
এই হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই মাজহারুল হক, তার ছেলে মাহি এবং মোখলেছুর রহমান বাঁশের লাঠি দিয়ে মাহবুবুরকে বেধড়ক মারধর করে।
ভুক্তভোগী শিউলি আক্তার বলেন, তার বৈধভাবে কেনা সম্পত্তিতে দেওয়া সীমানা প্রাচীর ভাঙার চেষ্টা চালায় তার চাচাতো ভাইরা। সেসময় তার ভাই মাহবুবুর তাদের বাধা দিলে তাকে মারধর করে অভিযুক্তরা।
তিনি আরও বলেন, ‘তারা আমার ভাইকে বাঁশের লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে আক্রমণ করে গুরুতর আহত করে। মাথায় আঘাত নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
অভিযুক্তরা পাঁচ লাখ টাকা দাবি করেছে বলেও অভিযোগ করেন তিনি।
এছাড়া সীমানা প্রাচীর ভাঙচুর করায় প্রায় ১ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
দীর্ঘদিন ধরে এই অবস্থা চলছে জানিয়ে শিউলির স্বামী আব্দুল করিম জানান, কয়েক মাস ধরে অভিযুক্তরা তাদের পরিবারকে অত্যাচার ও হুমকি দিয়ে আসছে।
তিনি আরও বলেন, ‘সব কাগজপত্র আমাদের নামে থাকার পরও তারা আমার স্ত্রীর পরিবারকে মৌখিকভাবে নির্যাতন এবং শারীরিকভাবে ক্ষতি করে চলেছে।’
অভিযুক্ত মোখলেসুর রহমানকে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে শিউলি আক্তার ওই জমির বৈধ মালিক বলে স্বীকার করেন তিনি। অন্যদিকে শিউলি আক্তারের মালিকানা বিষয়টি অস্বীকার করেন মাজহারুল হক।
ভুক্তভোগী শিউলি আক্তার কোতোয়ালি থানায় গেলে মামলা নিতে অস্বীকৃতি জানায় পুলিশ।
শনিবার সন্ধ্যায় কোতোয়ালি থানায় যোগাযোগ করা হলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘মামলাটি এখনও নথিভুক্ত হয়নি, আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’
আরও পড়ুন: রাজশাহীতে জমি নিয়ে সংঘর্ষ: নিহত বেড়ে ৪
৪১৯ দিন আগে
জমি নিয়ে বিরোধ: শৈলকুপায় দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫
ঝিনাইদহের শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার নাকোইল গ্রামের মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, জমি নিয়ে দীর্ঘদিন ধরে নাকোইল গ্রামের মধ্যপাড়ার সাত্তারের সঙ্গে একই গ্রামের রোজদার বিশ্বাসের বিরোধ চলে আসছিল। সোমবার বিকালে বিরোধপূর্ণ ওই জমিতে বেড়া দেয় রোজদার বিশ্বাস। এরই জের ধরে মঙ্গলবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ অন্তত ১৫ জন আহত হন।
আরও পড়ুন: কালীগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখনও কোনোপক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
১২৯৮ দিন আগে
কালীগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
ঝিনাইদহের কালীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দু’ পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে উপজেলার চাপালী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে চাপালী গ্রামের দাউদ হোসেন ও আব্দুস সাত্তার পরিবারের মাঝে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলা চলছে। শনিবার সকালে দাউদ হোসেন ও তার পরিবারের সদস্যরা জমির দখল নেয়ার জন্য সীমানা দিতে যায়। এ সময় অপরপক্ষের আব্দুস সাত্তার ও তার পরিবারের সদস্যরা বাঁধা দেয়। এতে দুই পরিবারের লোকজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এরই এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়। আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: ফরিদপুরের সালথায় দুপক্ষের সংঘর্ষ: আহত ২০
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ব্যাপারে অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
১৩৩৭ দিন আগে