বৈদ্যুতিক গাড়ি
দুবাইয়ে চালকবিহীন বৈদ্যুতিক উড়ুক্কু গাড়ি চালাল চীনা প্রতিষ্ঠান
চীনা এক প্রতিষ্ঠান সোমবার দুবাইয়ে একটি চালকবিহীন বৈদ্যুতিক উড়ুক্কু গাড়ি চালিয়ে দেখিয়েছে। ভবিষ্যতের এই প্রযুক্তি ব্যবহার করে শহরের যানজট কাটিয়ে যাত্রীদের অনায়াসে আকাশপথে কম সময়ে নির্বিঘ্নভাবে গন্তব্যে পৌঁছে দেয়া যাবে।
উড্ডয়ন প্রতিষ্ঠান চীনের গুয়াংজুভিত্তিক এক্সপেং ইনকরপোরেশন এক্সপেং এক্স২ নামের এই উড়ুক্কু গাড়ি তৈরি করেছে। বিশ্বজুড়ে ডজনখানেক উড়ুক্কু গাড়ির প্রজেক্টের মধ্যে এটি একটি। তবে যাত্রীসহ উড্ডয়ন পরীক্ষায় সফল হয়েছে হাতেগোনা কয়েকটি। তাছাড়া মাঠ পর্যায়ে এই পরিষেবা চালু করতে কয়েক বছর লেগে যেতে পারে।
সোমবারের এই উড্ডয়ন পরীক্ষায় উড়ুক্কু গাড়িতে ছিল না কোনো মানুষ। তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, গতবছরের জুলাইয়ে তারা মানুষসহ গাড়িটি পরীক্ষা করে দেখেছে।
আরও পড়ুন: বাংলাদেশে বৈদ্যুতিক গাড়ি সংযোজন প্লান্ট স্থাপনে কাজ করবে থ্রিডিওএম ও কসমস গ্লোবাল
২ বছর আগে
বাংলাদেশে বৈদ্যুতিক গাড়ি সংযোজন প্লান্ট স্থাপনে কাজ করবে থ্রিডিওএম ও কসমস গ্লোবাল
বাংলাদেশে যৌথ উদ্যোগে বৈদ্যুতিক গাড়ি সংযোজন প্লান্ট স্থাপনের লক্ষ্যে জাপান ভিত্তিক স্মার্ট এনার্জি সলিউশন সরবরাহকারী থ্রিডিওএম ইনকরপোরেশনের সাথে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে কসমস গ্লোবাল রিসোর্সেস প্রাইভেট লিমিটেড (কসমস)।
৪ বছর আগে
হুন্দাইয়ের ‘উড়ন্ত গাড়ি’ দিয়ে উবারের ট্যাক্সি সেবা!
১৯৯৭ সালে মুক্তি পায় হলিউডের কল্পবিজ্ঞান ভিত্তিক থ্রিলার ছবি ‘দ্য ফিফথ এলিমেন্ট’। ছবিটির বেশ কয়েকটি দৃশ্যে দেখা যায় মাটি থেকে কয়েকশ ফুট উঁচুতে উড়ে চলেছে অসংখ্য গাড়ি। সে সময় বড় পর্দায় ওই দৃশ্য দেখে অবাক হয়েছিলেন অনেকেই।
৪ বছর আগে