বাংলাদেশে মাইক্রো মবিলিটি বৈদ্যুতিক গাড়ি সংযোজনের পাশাপাশি থ্রিডিওএম ও কসমসের যৌথ মালিকানা ও পরিচালনায় গঠিত একটি সংস্থা রাইড-হেলিং সেবা প্রদানের জন্য বৈদ্যুতিক গাড়ি ইজারা দেবে।
কসমস গ্লোবাল রিসোর্সেস গ্রুপ, সিঙ্গাপুর-এর সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এনায়েতউল্লাহ খান এবং থ্রিডিওএম সিঙ্গাপুর-এর সিইও অ্যান্ড্রু উইলিয়াম কিন স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন।
যৌথ কোম্পানিটি জাপান ও বাংলাদেশের বিভিন্ন সংস্থার মধ্যে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে সহযোগিতার এক বড় মাইলফলক এবং ইঞ্জিন চালিত গাড়ির পরিবর্তে বৈদ্যুতিক গাড়ি প্রতিস্থাপনের মাধ্যমে বাংলাদেশের কার্বন নির্গমন কমানোর লক্ষ্য অর্জনে সহায়তা করবে। থ্রিডিওএম-এর ব্যাটারি প্রযুক্তি আরও সাশ্রয়ী মূল্যে বৈদ্যুতিক গাড়ি সরবরাহ করতে সহায়তা করবে।
থ্রিডিওএম-এর সভাপতি ও গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসাটাকা মাতসুমুরা বলেন, ‘কসমসের সাথে এ চুক্তিতে আসতে পেরে থ্রিডিএমও আনন্দিত। বৈদ্যুতিক গাড়িতে ব্যবহৃত থ্রিডিওএম-এর অনন্য লিথিয়াম আয়ন ব্যাটারি প্রযুক্তি বাংলাদেশকে তার শূন্য কার্বন নিঃসরণের লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
কসমস গ্লোবাল রিসোর্সেস গ্রুপ, সিঙ্গাপুর-এর সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এনায়েতউল্লাহ খান বলেন, ‘থ্রিডিওএমের সাথে টেকসই এ উদ্যোগটি নিতে পেরে কসমস গ্লোবাল রিসোর্সেস গর্বিত। এটি আমাদের সবুজ ও নির্মল বাংলাদেশের স্বপ্ন পূরণে কাজ করবে।’
থ্রিডিওএম সম্পর্কে
২০১৪ সালে ইয়োকোহামায় প্রতিষ্ঠিত, জাপান ভিত্তিক থ্রিডিওএম ইনকরপোরেশনের উদ্ভাবন এবং বিকাশ করা লিথিয়াম রিচার্জেবল ব্যাটারি টেকনোলজি সর্বত্র ও সবার জন্য এনার্জি সুবিধা নিশ্চিতে কাজ করছে। উন্নত ব্যাটারি প্রযুক্তির সাহায্যে থ্রিডিওএম জ্বালানি সংক্রান্ত সমস্যা সমাধান ও পরবর্তী প্রজন্মের ব্যাটারি উন্নয়নে গবেষণা, বিকাশ ওডিজাইন করা এবং বিশ্বব্যাপী এ প্রযুক্তি ব্যবহার করে এমন টেকসই সমাজ গঠনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
মহাকাশ, বিমান, সামুদ্রিক, মোবাইল ও স্টোরেজের বিকাশ এবং উন্নয়নে নতুনত্ব আনার মধ্যদিয়ে ব্যাটারি উৎপাদন, পুনঃব্যবহার এবং নবায়যোগ্যকরণের মাধ্যমে থ্রিডিওএম ব্যাটারির জীবনচক্রের ডিজিটাল রূপান্তর, এনার্জি, মানুষের গতিশীলতার জন্য সামাজিক প্ল্যাটফর্ম এবং ব্যাটারি সেবাকে অভিনব ব্যবসায়ের মডেলে নিয়ে আসার লক্ষ্যে কাজ করছে।
কসমস গ্লোবাল রিসোর্স সম্পর্কে
ঢাকা ভিত্তিক বাংলাদেশি বহুজাতিক প্রতিষ্ঠানের অঙ্গ প্রতিষ্ঠান হলো কসমস গ্লোবাল রিসোর্সেস সিঙ্গাপুর। এনার্জি, প্রযুক্তি, মিডিয়া, রিসোর্সেস, লজেস্টিক, পানি ও প্রতিরক্ষাসহ বহুমুখী ব্যবসা রয়েছে প্রতিষ্ঠানটির।