রবিউল
পুলিশ হেফাজতে রবিউলের মৃত্যুর তদন্ত করতে হবে: জিএম কাদের
লালমনিরহাটে পুলিশ হেফাজতে রবিউল ইসলাম নামক যুবকের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
শুক্রবার এক বিবৃতিতে পুলিশের হেফাজতে যুবকের মৃত্যুতে ক্ষোভ ও শোক প্রকাশ করেন বিরোধী দলের এই উপনেতা।
তিনি বলেন, ‘পুলিশের নির্যাতনে রবিউলের মৃত্যু হলে দায়ী ব্যক্তিকে আইনের আওতায় আনতে হবে। অপরাধীকে কোনোভাবেই রেহাই দেয়া উচিত না।’
আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে রওশন এরশাদ ও জিএম কাদেরের নববর্ষের শুভেচ্ছা
কাদের বলেন, পুলিশ হেফাজতে রবিউলের মৃত্যু হয়েছে তা অস্বীকার করার উপায় নেই।
যদিও পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে।
জাতীয় পার্টির এই নেতা নিহতের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
আরও পড়ুন: দেশে স্বৈরতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে: জিএম কাদের
২ বছর আগে