লালমনিরহাটে পুলিশ হেফাজতে রবিউল ইসলাম নামক যুবকের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
শুক্রবার এক বিবৃতিতে পুলিশের হেফাজতে যুবকের মৃত্যুতে ক্ষোভ ও শোক প্রকাশ করেন বিরোধী দলের এই উপনেতা।
তিনি বলেন, ‘পুলিশের নির্যাতনে রবিউলের মৃত্যু হলে দায়ী ব্যক্তিকে আইনের আওতায় আনতে হবে। অপরাধীকে কোনোভাবেই রেহাই দেয়া উচিত না।’
আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে রওশন এরশাদ ও জিএম কাদেরের নববর্ষের শুভেচ্ছা
কাদের বলেন, পুলিশ হেফাজতে রবিউলের মৃত্যু হয়েছে তা অস্বীকার করার উপায় নেই।
যদিও পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে।
জাতীয় পার্টির এই নেতা নিহতের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
আরও পড়ুন: দেশে স্বৈরতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে: জিএম কাদের