বারান্দা
দোকানের বারান্দায় ঝুলছিল তরুণের লাশ!
সিলেটের গোলাপগঞ্জে ফজলে রাব্বি (১৮) নামে এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল ১০টার দিকে উপজেলার ঢাকাদক্ষিণ বাজারের চৌমুহনী সংলগ্ন একটি দোকানের বারান্দা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।নিহত রাব্বি উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের সুনামপুর গ্রামে আশ্রয়ণ প্রকল্পের ঘরে বসবাসকারী সোনাহর আলী কছিরের ছেলে।জানা যায়, নিহত ফজলে রাব্বি পেশায় একজন দিনমজুর। এর আগে সে সুনামপুর এলাকায় চায়ের ব্যবসা করতো। প্রতিদিনের মতো শনিবার সন্ধ্যা রাতে ঘুরাফেরার জন্য বাড়ি থেকে বের হয় সে। ওইদিন গভীররাতে উপজেলার ঢাকাদক্ষিণ বাজারের চৌমুহনী সংলগ্ন একটি দোকানের বারান্দায় টহলরত পুলিশ তার ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে রবিবার সকাল ১০টার দিকে প্রাথমিক সুরহতাল রিপোর্ট শেষে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এদিকে তার বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে ঢাকাদক্ষিণ বাজারে লাশ পাওয়া নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে আত্মহত্যা করেছে বলে ধারণা করলেও স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে রহস্য। তদন্তের মাধ্যমে মূল রহস্য উদঘাটনের জন্য সংশ্লিষ্টদের কাছে দাবি জানিয়েছেন স্থানীয়রা।এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে।
আরও পড়ুন: বিয়ের ৩ মাসের মাথায় নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার
শ্বশুরবাড়ির টয়লেট থেকে ক্ষুদ্র নৃ গোষ্ঠীর যুবকের লাশ উদ্ধার
২ বছর আগে
নাটোরে মাদরাসার বারান্দা থেকে যুবকের লাশ উদ্ধার
নাটোরের গুরুদাসপুরে একটি মাদরাসার বারান্দা থেকে অজ্ঞাত যুবকের (২২) লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার উদবাড়িয়া দাখিল মাদরাসার বারান্দা থেকে গতকাল শনিবার দিবাগত রাতে লাশটি উদ্ধার করা হয়।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার গভীর রাতে উদবাড়িয়া দাখিল মাদরাসার বারান্দায় পলিথিনে রাখা এক যুবকের লাশ দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ, পিবিআই ও সিআইডি ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ ও লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
গলায় ফাঁস লাগিয়ে তাকে হত্যা করে লাশ মাদরাসার বারান্দায় ফেলে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
নিহতের পরিচয় ও হত্যার কারণ উদঘাটনে তদন্ত করা হচ্ছে বলে জানান ওসি।
আরও পড়ুন: নাটোরে আগুনে পুড়ে ১০৫ বছর বয়সী নারীর মৃত্যু
নাটোরে সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ী নিহত
২ বছর আগে