লিভিভ
লাভিভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৭ জন নিহত: ইউক্রেন
ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লাভিভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত সাতজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
এ শহরটি প্রায় দুই মাসের যুদ্ধে তীব্র লড়াইয়ের মধ্যে পালিয়ে আসা ইউক্রেনীয় নাগরিকদের জন্য তুলনামূলক আশ্রয়স্থল হয়ে উঠেছে।
লাভিভে অঞ্চলের গভর্নর ম্যাকসিম কোজিটস্কি বলেছেন, রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা তিনটি সামরিক অবকাঠামো ও একটি অটো মেকানিকের দোকানে আঘাত করেছে।
আরও পড়ুন: মারিউপোলে আত্মসমর্পণের আল্টিমেটাম প্রত্যাখান ইউক্রেনীয় সেনাদের
এ হামলায় আহতদের মধ্যে একজন শিশু রয়েছে বলেও জানান তিনি।
লাভিভের মেয়র আন্দ্রি সাদোভিই বলেছেন, এ হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত ভবনের মধ্যে একটি হোটেল রয়েছে যেখানে দেশের অন্যান্য এলাকার যুদ্ধ থেকে পালিয়ে আসা ইউক্রেনীয় নাগরিকরা আশ্রয় নিয়েছিলেন।
৪৭ বছর বয়সী লিউডমিলা তুরচাক ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর খারকিভ থেকে দুই শিশুসহ পালিয়ে লাভিভে এসেছিলেন। তিনি বলেন, ‘যুদ্ধের দুঃস্বপ্ন আমাদের এখানেও ধরে ফেলেছে। এমনকি লাভিভেও। ইউক্রেনে এমন কোনো জায়গা আর নেই যেখানে আমরা নিরাপদ বোধ করতে পারি।’
আরও পড়ুন: মারিউপোলে ইউক্রেনীয় সৈন্যদের আত্মসমর্পণের আহ্বান রুশ সেনাবাহিনীর
২ বছর আগে