তমরউদ্দিন-ওছখালী
হাতিয়ায় পাওয়ার টিলার খাদে পড়ে নিহত ৩
নোয়াখালীর হাতিয়া উপজেলায় একটি পাওয়ার টিলার খাদে পড়ে চালকসহ তিন জন নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে তমরউদ্দিন-ওছখালী সড়কের উত্তর বেজুগালিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার তমরদ্দিন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আব্দুল কুদ্দুসের ছেলে মো. রুবেল (২৫), একই ওয়ার্ডের আব্দুল মালেকের ছেলে বেলাল হোসেন (২৬) এবং আব্দুল মান্নানের ছেলে মো. দেলোয়ার হোসেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হাতিয়া তমরউদ্দিন লঞ্চ ঘাট থেকে মালবোঝাই করে একটি পাওয়ার টিলার চালক ও দুজন সহযোগী নিয়ে ওছখালি বাজারের উদ্দেশে রওনা হয়। বিকেল ৪টার দিকে উত্তর বেজুগালিয়া এলাকায় পাওয়ার টিলার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে চালক সহ পাওয়ার টিলারে থাকা অপর দুই সহযোগী গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে দ্রুত হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত পাওয়ার টিলারটি জব্দ করা হয়েছে। লাশ তিনটি আইনি প্রক্রিয়া শেষে স্ব স্ব পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পড়ুন: ভারতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১০ জনের মৃত্যু
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
২ বছর আগে