গাছের সঙ্গে ধাক্কা
কিশোরগঞ্জে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী ২ বন্ধু নিহত
কিশোরগঞ্জের পাকুন্দিয়ার নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন।
রবিবার (৩ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলার মঠখোলা নতুন বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত দুজন হলেন- পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের চর খামা গ্রামের কামালের ছেলে পলাশ (১৮) ও একই গ্রামের আসাদের ছেলে রিহাদ (২০)।
আরও পড়ুন: খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত, আহত ২
স্থানীয় সূত্রে জানা গেছে, দুই বন্ধু পলাশ ও রিহাদ মোটরসাইকেলে করে মঠখোলা থেকে পাকুন্দিয়া সদরের দিকে যাচ্ছিলেন। এ সময় মঠখোলা নতুন বাজার এলাকায় রেইন্ট্রি গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এরপরে স্থানীয়রা তাদের হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক পলাশ ও রিহাদকে মৃত ঘোষণা করেন।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াৎ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: লেবাননে ইসরায়েলি বিমান হামলায় প্রবাসী বাংলাদেশি নিহত
১ মাস আগে
চুয়াডাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, ২ যুবকের মৃত্যু
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় ২ যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।
শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার পারলক্ষীপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঝিনাইদহ সদর উপজেলার বোড়াই গ্রামের সেন্টু মিয়ার ছেলের খালিদ হোসেন (১৮) ও একই গ্রামের আরিফুল ইসলামের ছেলে তামিম হোসেন (১৮)। আহত সজিব আলী (১৯) চুয়াডাঙ্গা সদর উপজেলার সিন্দুরিয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে।
আরও পড়ুন: নড়াইলে দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত, আহত ৩
পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে কুষ্টিয়ায় একটি কনসার্টে গিয়েছিলেন ওই ৩ যুবক। পরে একই মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তারা। এ সময় পারলক্ষীপুর গ্রামে পৌঁছালে তাদের মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে।
এতে ঘটনাস্থলেই মারা যান খালিদ ও তামিম। গুরুতর আহত হন সজিব। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গনি মিয়া বলেন, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩
৮ মাস আগে
সুনামগঞ্জের ছাতকে গাছের সঙ্গে ধাক্কা লেগে পিকআপের ৩ জন নিহত
সুনামগঞ্জের ছাতকে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মাছবাহী পিকআপের ৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ২ জন।
মঙ্গলবার (২ জানুয়ারি) ১১টায় সকালে উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের বড়কাপন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আব্দুল করিম, নুরুল হক, আসাদ উদ্দিন।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি গবেষক নিহত
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের জামালগঞ্জ থেকে পিকআপে করে মাছ বিক্রি করার জন্য সিলেট যাচ্ছিলেন কয়েকজন ব্যবসায়ী। পথে ছাতক উপজেলার বড়কাপন এলাকায় পৌঁছালে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে ৩ জন নিহত হন। এ সময় আরও ২ জন আহত হয়েছেন।
জয়কলস হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কবির বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মাছবাহী পিকআপের ৩ জন নিহত হয়েছেন।
তিনি আরও বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
আরও পড়ুন: সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
১১ মাস আগে
চুয়াডাঙ্গায় গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী যুবক নিহত
চুয়াডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন।
সোমবার রাত ৯টার দিকে জেলার হাটবোয়ালিয়া এলাকা থেকে ৩ বন্ধু এক মোটরসাইকেলে আলমডাঙ্গা শহরে ফেরার পথে হারদী উপজেলার কুমারী ভেটেরিনারি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত নাহিদ হাসান সাগর (২১) স্নাতকের ছাত্র ও আলমডাঙ্গা গোবিন্দপুরের মৃত মুনতাজ আলীর ছেলে। অপরদিকে, আহত মোটরসাইকেল চালক নাইম জোহান কলেজের পেছনের পাড়ার হাজী মন্টু আহমেদ ও সাজিদ হাসান (১৬) কলেজ পাড়ার ওয়াজেদ আলীর ছেলে। তারা দু’জন এ বছর এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: ফরিদপুরের ভাঙ্গায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধা নিহতের অভিযোগ
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে হাটবোয়ালিয়া এলাকা থেকে ৩ বন্ধু এক মোটরসাইকেলে আলমডাঙ্গা শহরের দিকে ফিরছিলেন। পথের ভেতর কুমারী ভেটেরিনারি মোড়ে পৌঁছালে মোটরসাইকেল স্লিপ করে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে সাগর মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন।
তারা আরও জানান, তাদেরকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক নাহিদ হাসান সাগরকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক চিকিৎসা শেষে আহত নাইম জোহান ও সাজিদ হাসানকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
আলমডাঙ্গা থানার পরির্দশক একরাম হোসাইন বলেন, ‘৩ বন্ধু মিলে আলমডাঙ্গা হারদী এলাকা থেকে ফেরার পথে কুমারী ভেটেরিনারি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বটগাছে ধাক্কা খায়। এতে সাগর নামে একজন নিহত হয়। আহত দুইজনকে প্রাথমিক চিকিৎসা শেষে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।’
আরও পড়ুন: চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ যুবক নিহত
নাটোরে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ থেকে খালে পড়ে চালক নিহত
১ বছর আগে
গাছের সঙ্গে ধাক্কায় চালকের সহকারী নিহত, আহত ২
মাগুরার শালিখায় তেলবাহী একটি ট্রাক গাছের সঙ্গে ধাক্কা লেগে চালকের সহকারী নিত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আরও দুজন আহত হয়েছেন।
রবিবার বিকালে মাগুরা-যশোর সড়কে উপজেলার সীমাখালীর হাজামবাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মেহেদী হাসান (২৪) খুলনার খালিশপুরের পদ্মা রোড, গোয়ালপাড়ার জাহাঙ্গীর হাওলাদারের ছেলে।
আরও পড়ুন: চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
আহতরা হলেন- চালক জাহিদুল ইসলাম ও তার আরেক সহযোগী ইমন।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক নাথ বিশ্বাস জানান, বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রাকটি দ্রুত গতিতে খুলনার তেলের ডিপোর দিকে যাচ্ছিল। একপর্যায় মাগুরার শালিখা উপজেলার হাজামবাড়ী এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে ট্রাক চালকের সহকারী মেহেদী হাসান নিহত হন। পরে শালিখা থানা পুলিশ খবর পেয়ে আহতদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে।
আরও পড়ুন: চট্টগ্রামে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ২
এ ব্যাপারে শালিখা থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।
২ বছর আগে