চুয়াডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন।
সোমবার রাত ৯টার দিকে জেলার হাটবোয়ালিয়া এলাকা থেকে ৩ বন্ধু এক মোটরসাইকেলে আলমডাঙ্গা শহরে ফেরার পথে হারদী উপজেলার কুমারী ভেটেরিনারি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত নাহিদ হাসান সাগর (২১) স্নাতকের ছাত্র ও আলমডাঙ্গা গোবিন্দপুরের মৃত মুনতাজ আলীর ছেলে। অপরদিকে, আহত মোটরসাইকেল চালক নাইম জোহান কলেজের পেছনের পাড়ার হাজী মন্টু আহমেদ ও সাজিদ হাসান (১৬) কলেজ পাড়ার ওয়াজেদ আলীর ছেলে। তারা দু’জন এ বছর এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: ফরিদপুরের ভাঙ্গায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধা নিহতের অভিযোগ
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে হাটবোয়ালিয়া এলাকা থেকে ৩ বন্ধু এক মোটরসাইকেলে আলমডাঙ্গা শহরের দিকে ফিরছিলেন। পথের ভেতর কুমারী ভেটেরিনারি মোড়ে পৌঁছালে মোটরসাইকেল স্লিপ করে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে সাগর মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন।
তারা আরও জানান, তাদেরকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক নাহিদ হাসান সাগরকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক চিকিৎসা শেষে আহত নাইম জোহান ও সাজিদ হাসানকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
আলমডাঙ্গা থানার পরির্দশক একরাম হোসাইন বলেন, ‘৩ বন্ধু মিলে আলমডাঙ্গা হারদী এলাকা থেকে ফেরার পথে কুমারী ভেটেরিনারি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বটগাছে ধাক্কা খায়। এতে সাগর নামে একজন নিহত হয়। আহত দুইজনকে প্রাথমিক চিকিৎসা শেষে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।’
আরও পড়ুন: চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ যুবক নিহত
নাটোরে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ থেকে খালে পড়ে চালক নিহত