ফুটবল বিশ্বকাপ
জন্মদিনে বিশ্বমঞ্চে দীপিকা পাড়ুকোনের কৃতিত্বের মুহূর্তগুলো ফিরে দেখা
দীপিকা পাড়ুকোন, আলাদা করে যার কোনও পরিচয় দেয়ার প্রয়োজন পড়েনা। দীর্ঘ ১৬ বছরের ক্যারিয়ারে নিজের মর্যাদা প্রতিষ্ঠায় তিনি অভূতপূর্ব সফলতা লাভ করেছেন। পুরুষ প্রধান বলিউডেও তাই তিনি পুরুষ সহঅভিনেতার চেয়ে বেশি পারিশ্রমিক লাভ করার কৃতিত্ব দেখিয়েছেন। বর্তমানে তিনি বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী।
শুধু বলিউডেই নয়, বিখ্যাত ফরাসি ব্র্যান্ড লুই ভুতোঁর ব্র্যান্ড অ্যাম্বাসাডর থেকে ফুটবল বিশ্বকাপের ট্রফি উদ্বোধন, কান চলচ্চিত্র উৎসবে বিচারকের আসন, সর্বত্রই জায়গা করে নিয়েছেন তিনি।
প্রিয়াঙ্কা চোপড়ার পর ভারতকে বিশ্বমঞ্চে তুলে ধরতে একের পর এক অবদান রেখে যাচ্ছেন দীপিকা।
৫ জানুয়ারি (বৃহস্পতিবার) এই কৃতি অভিনেত্রীর ৩৭ তম জন্মদিন।
আরও পড়ুন: বিশ্বকাপের ট্রফি উন্মোচন করবেন দীপিকা!
জন্মদিনের এই শুভমুহূর্তে চলুন দেখে নেয়া যাক বিশ্বমঞ্চে তার দেশকে গর্বিত করার মুহূর্তগুলো-
১ বছর আগে
ফুটবল বিশ্বকাপ উপলক্ষে ভাসানচর ও এতিমখানায় 'ফান জোন' স্থাপন
ফুটবল বিশ্বকাপের আনন্দ ভাগাভাগি করে নিতে কাতার চ্যারিটিসহ কাতারের আরও সরকারি-বেসরকারি সংস্থা ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পে ও কয়েকটি এতিমখানায় 'ফান জোন' স্থাপন করেছে।
ফান জোনে প্রতিদিন বড় স্ক্রিনে সরাসরি খেলা দেখানো হচ্ছে এবং আয়োজন করা হয়েছে প্রীতি ফুটবল ম্যাচও।
রবিবার ধামরাই উপজেলার কালামপুরে একটি অরফান কেয়ার সেন্টারের সুসজ্জিত ফান জোনে অনুষ্ঠিত হয় প্রীতি ফুটবল ম্যাচ।
আরও পড়ুন: ফিফা বিশ্বকাপ ২০২২: মেসির গোলে মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলে আর্জেন্টিনার জয়
এতিম শিশুরা চারটি টীমে বিভক্ত হয়ে খেলায় অংশ নেয়। আট শতাধিক এতিম শিক্ষার্থী বিপুল উৎসাহ-উদ্দীপনা নিয়ে খেলা উপভোগ করে।
এছাড়া এতিম শিশুদের জন্য এখানে সরাসরি খেলা দেখানোরও ব্যবস্থা করা হয়েছে।
১ বছর আগে
কাতার বিশ্বকাপ: স্টেডিয়ামে অ্যালকোহল বিক্রির অনুমতি নেই
কাতার বিশ্বকাপের আয়োজকরা ফুটবল টুর্নামেন্টের জন্য ব্যবহৃত আটটি স্টেডিয়ামে অ্যালকোহলযুক্ত সবধরনের বিয়ার বিক্রি নিষিদ্ধ করবে। বিষয়টি সংশ্লিষ্ট এক কর্মকর্তা দ্য অ্যাসোসিয়েট প্রেসকে (এপি) এ তথ্য জানিয়েছে।
কাতারে খেলা শুরু হওয়ার মাত্র দুই দিন আগে এই সিদ্ধান্ত সম্পর্কে জানা যায়।
তবে সবমিলিয়ে ৬৪টি ম্যাচে স্টেডিয়ামে অ্যালকোহলমুক্ত বিয়ার পাওয়া যাবে বলে ওই কর্মকর্তা জানান।
আয়োজকরা সিদ্ধান্তের বিষয়টি এখনও প্রকাশ না করায় গণমাধ্যমে নাম প্রকাশ না করার শর্তে তথ্যটি বলেছেন তিনি।
আরও পড়ুন: ফিফা কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২ এর চোখ ধাঁধানো ৮টি স্টেডিয়াম
২ বছর আগে
কেমন হলো ব্রাজিল ও আর্জেন্টিনার বিশ্বকাপ দল, কার হাতে উঠবে ট্রফি?
কাতারে শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপে ফেবারিট কারা এ নিয়ে এরই মধ্যে চলছে নানা বিতর্ক। কাতার বিশ্বকাপ ফুটবলের আর মাত্র কয়েক মুহূর্ত বাকি। ‘গ্রেটেস্ট শো অন আর্থ’-এর জন্য দিন গুনছে ফুটবল বিশ্ব।
অনেকেই বিশ্বকাপের ফেবারিট তালিকায় রাখছেন ব্রাজিল-আর্জেন্টিনাকে। বিশ্বকাপ উন্মাদনা এরই মধ্যে দেখা যাচ্ছে। কোন দল ফেবারিট, সেরা চারে কাদের সম্ভাবনা- এসব নিয়ে তর্কটাও জমে ওঠেছে, বাকযুদ্ধ চলছে পৃথিবীজুড়ে।
টুর্নামেন্ট সামনে রেখে চলছে দল ঘোষণাও। এর মধ্যেই ২৬ জনের স্কোয়াড ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও দুইবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
ব্রাজিল
বড় দলের মধ্যে সবার আগে বিশ্বকাপের দল ঘোষণা করেছে ব্রাজিল। ২৬ জনের দলে বড় চমক নেই সে অর্থে। লিভারপুলের ইনফর্ম ফরোয়ার্ড রবার্তো ফিরমিনো জায়গা পাননি, সেটা নিয়ে কথা হচ্ছে। নেই আর্সেনালের ডিফেন্ডার গ্যাব্রিয়েলও। এ ছাড়া মোটামুটি অনুমিতদেরই রেখেছেন তিতে।
গত এক বছরে যাদের ঘুরিয়ে ফিরিয়ে খেলিয়েছেন, তাদের প্রায় সবাইকেই ডেকেছেন তিতে। এই দলের সবচেয়ে বড় শক্তি আক্রমণভাগ। রিয়ালের ভিনিসিয়াস ভিনিসিয়ুস, রদ্রিগো, পিএসজির নেইমার, ম্যান ইউনাইটেডের অ্যান্টনি, বার্সার রাফিনহা, আর্সেনালের জেসুস-মার্টিনেলি, টটেনহামের রিচার্লিসন- কমবেশি সবাই ক্লাব ফুটবলে ভালো সময় কাটাচ্ছেন। এর মধ্যে কয়জনকে বা কাকে তিতে খেলাবেন সেটাই প্রশ্ন। নেইমারসহ মোট চারজনকে বেঁছে নিতে পারেন তিতে। সেক্ষেত্রে মিডফিল্ডের স্পট দুইটি। সেখানে বিবেচনায় আছেন কাসেমিরো, ফ্রেড, গুমারেজ, ফাবিনিও, পাকেতারা।
আরও পড়ুন: ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল: যে ফল ছিল আগের চার লড়াইয়ে
২ বছর আগে
ফিফা কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২ এর চোখ ধাঁধানো ৮টি স্টেডিয়াম
২০২২ এর ২০ নভেম্বর দিনটিকে সামনে রেখে গোটা ফুটবল বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে ব্যাপক উত্তেজনা। কাতারের মত একটি আরব দেশ প্রথমবারের মত আয়োজন করতে যাচ্ছে সবচেয়ে বড় স্পোর্ট্স ইভেন্ট-ফিফা (ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ফুটবল অ্যাসোসিয়েশন) বিশ্বকাপ। প্রতিটি স্টেডিয়ামে ফুটবলপ্রেমিদের জায়গাগুলো সুসজ্জিত থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস-এ রাখা সৌর-চালিত কুলিং প্রযুক্তি দিয়ে। এছাড়াও ৮টি স্টেডিয়ামের সবগুলোই হবে পরিবেশ বান্ধব এবং প্রশিক্ষণ সুবিধা সম্পন্ন। কাতার ফুটবল বিশ্বকাপ-২০২২ এর স্টেডিয়ামগুলো হলো-আল বাইত, লুসাইল, আহমদ বিন আলী, আল জানুব, আল থুমামা, এডুকেশন সিটি, খলিফা ইন্টারন্যাশনাল ও স্টেডিয়াম-৯৭৪। ফুটবল বিশ্বকাপ মৌসুমের এই সূচনালগ্নে চলুন, এবার স্টেডিয়ামগুলোর ব্যাপারে বিস্তারিত জেনে নেয়া যাক।
কাতার ফুটবল বিশ্বকাপ-২০২২ এর চোখ ধাঁধানো ৮টি স্টেডিয়াম
লুসাইল স্টেডিয়াম
দর্শক ধারণ ক্ষমতা: ৮০,০০০
মধ্য দোহা থেকে ২০ কিলোমিটার উত্তরে লুসাইল শহরে এই স্টেডিয়ামটির অবস্থান। এর উদ্বোধন হয়েছিলো ২০২২ এর ১১ আগস্ট আল রাইয়ান এবং আল আরাবির মধ্যকার কাতার স্টারস লিগের ম্যাচ দিয়ে। এখানে অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপের এবারের আসরের ফাইনাল খেলা।
চারপাশের সাথে সামঞ্জস্য রেখে জাকজমক ভাবে নির্মিত এর অপরিমেয় অথচ সূক্ষ্ম নকশাটি এক অপার বিস্ময়। নকশাটি সমগ্র আরব এবং ইসলামিক বিশ্ব জুড়ে পাওয়া হাতে তৈরি বাটির। আর আলোক ছটা দেয়া আয়নাগুলো ফানার নামের আরব্য লণ্ঠনের অবয়বে তৈরি। সোনালী বাহ্যিক অংশটি পুরনো ধাতব হস্তশিল্পের প্রতিলিপির সাংস্কৃতিক মূল্যবোধকে ধারণ করে আছে।
এখানে টুর্নামেন্টের মোট দশটি ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের শেষ হলে স্টেডিয়ামটিকে কাতারের স্কুল, দোকান, ক্যাফে, খেলাধুলার সুবিধা এবং স্বাস্থ্য ক্লিনিকের একটি কমিউনিটি স্পেসে রূপান্তরিত করা হবে।
আল বাইত স্টেডিয়াম
দর্শক ধারণ ক্ষমতা: ৬০,০০০
দোহা থেকে ৩৫ কিলোমিটার উত্তরে আল খোর শহরে অবস্থিত এই স্টেডিয়ামটির উদ্বোধন হয়েছিলো ২০২১ এর ৩০ নভেম্বর ফিফা আরব কাপের প্রথম ম্যাচ দিয়ে। এখানে ফিফা বিশ্বকাপ কাতার ২০২২-এর উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হবে। একটি সেমিফাইনাল সহ টুর্নামেন্টের মোট নয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে এই ভেন্যুতে।
২ বছর আগে
দীর্ঘ মেয়াদে কাতার থেকে এলএনজি কিনতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
কাতার থেকে দীর্ঘ মেয়াদে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ক্রয় অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, ‘বাংলাদেশ বর্তমানে কাতার থেকে এলএনজি কিনছে। আমরা এটি দীর্ঘমেয়াদে অব্যাহত রাখতে চাই।’
সোমবার বাংলাদেশে কাতারের নবনিযুক্ত রাষ্ট্রদূত সেরায়া আলী আল-কাহতানি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এ ইচ্ছা প্রকাশ করেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
আরও পড়ুন: বাংলাদেশকে এলএনজি সরবরাহ অব্যাহত রাখবে কাতার: পররাষ্ট্র মন্ত্রণালয়
জবাবে কাতারের রাষ্ট্রদূত বাংলাদেশের সঙ্গে এলএনজি ক্রয়ের বিদ্যমান ১৫ বছরের চুক্তিটি দীর্ঘমেয়াদে বাড়ানো যেতে পারে বলে ইঙ্গিত দেন।
বাংলাদেশে কাতারের রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, আগামী দিনে দু’দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা আরও সুসংহত হবে।
আগামী নভেম্বরে শুরু হতে যাওয়া আসন্ন ফুটবল বিশ্বকাপ-২০২২ আয়োজনের জন্য কাতারে স্টেডিয়াম নির্মাণে বাংলাদেশি কর্মীরা দক্ষতার সঙ্গে কাজ করছেন বলে উল্লেখ করেন রাষ্ট্রদূত।
আরও পড়ুন: দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে যথাসাধ্য চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী কাতারের আমির ও দেশটির প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।
কাতারের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও কাতারের মধ্যে সম্পর্ক ভবিষ্যতে ঐতিহাসিক হবে।
বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যৈষ্ঠ সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া উপস্থিত ছিলেন।
দ্বৈত কর পরিহার, ভিসা মওকুফ ও সাংস্কৃতিক বিষয়ে দু’দেশের মধ্যে বেশ কিছু চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: পানি সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় যৌথ পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর
২ বছর আগে