কাতারে শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপে ফেবারিট কারা এ নিয়ে এরই মধ্যে চলছে নানা বিতর্ক। কাতার বিশ্বকাপ ফুটবলের আর মাত্র কয়েক মুহূর্ত বাকি। ‘গ্রেটেস্ট শো অন আর্থ’-এর জন্য দিন গুনছে ফুটবল বিশ্ব।
অনেকেই বিশ্বকাপের ফেবারিট তালিকায় রাখছেন ব্রাজিল-আর্জেন্টিনাকে। বিশ্বকাপ উন্মাদনা এরই মধ্যে দেখা যাচ্ছে। কোন দল ফেবারিট, সেরা চারে কাদের সম্ভাবনা- এসব নিয়ে তর্কটাও জমে ওঠেছে, বাকযুদ্ধ চলছে পৃথিবীজুড়ে।
টুর্নামেন্ট সামনে রেখে চলছে দল ঘোষণাও। এর মধ্যেই ২৬ জনের স্কোয়াড ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও দুইবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
ব্রাজিল
বড় দলের মধ্যে সবার আগে বিশ্বকাপের দল ঘোষণা করেছে ব্রাজিল। ২৬ জনের দলে বড় চমক নেই সে অর্থে। লিভারপুলের ইনফর্ম ফরোয়ার্ড রবার্তো ফিরমিনো জায়গা পাননি, সেটা নিয়ে কথা হচ্ছে। নেই আর্সেনালের ডিফেন্ডার গ্যাব্রিয়েলও। এ ছাড়া মোটামুটি অনুমিতদেরই রেখেছেন তিতে।
গত এক বছরে যাদের ঘুরিয়ে ফিরিয়ে খেলিয়েছেন, তাদের প্রায় সবাইকেই ডেকেছেন তিতে। এই দলের সবচেয়ে বড় শক্তি আক্রমণভাগ। রিয়ালের ভিনিসিয়াস ভিনিসিয়ুস, রদ্রিগো, পিএসজির নেইমার, ম্যান ইউনাইটেডের অ্যান্টনি, বার্সার রাফিনহা, আর্সেনালের জেসুস-মার্টিনেলি, টটেনহামের রিচার্লিসন- কমবেশি সবাই ক্লাব ফুটবলে ভালো সময় কাটাচ্ছেন। এর মধ্যে কয়জনকে বা কাকে তিতে খেলাবেন সেটাই প্রশ্ন। নেইমারসহ মোট চারজনকে বেঁছে নিতে পারেন তিতে। সেক্ষেত্রে মিডফিল্ডের স্পট দুইটি। সেখানে বিবেচনায় আছেন কাসেমিরো, ফ্রেড, গুমারেজ, ফাবিনিও, পাকেতারা।
আরও পড়ুন: ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল: যে ফল ছিল আগের চার লড়াইয়ে