রেফারির মৃত্যু
সিলেটে ফুটবল সমর্থকদের লড়াই: হাসপাতালে আহত রেফারির মৃত্যু
সিলেটের গোলাপগঞ্জে ফুটবল ম্যাচ চলাকালে হামলায় গুরুতর আহত ২৭ বছর বয়সী রেফারি দুই মাস চিকিৎসাধীন থাকার পর বুধবার ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন।
গোলাপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ফয়জুল করিম জানান, নিহত আবু সুফিয়ান পৌরসভার রনকেলী নয়াগ্রামের বাসিন্দা।
১৮ ফেব্রুয়ারি রণকেলি টাইগার ক্লাবের আয়োজনে নয়াগ্রাম ও নুরুপাড়ার ৯নং ওয়ার্ডের নুরুপাড়া রাঙাই বিছড়া মাঠে সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
আরও পড়ুন: খুলনায় সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু
ফুটবল সমর্থকদের মধ্যে মারামারি শুরু হলে তারিফুর রহমান (২৫) নামে একজন নিহত হন এবং আরও তিনজন গুরুতর আহত হন। মর্মান্তিক এই ঘটনার দ্বিতীয় শিকার হন আবু সুফিয়ান।
এ ঘটনায় রনকেলী নয়াগ্রামের ৭নং ওয়ার্ডের তারিফুরের বড় ভাই তাহমিদুর রহমান বাদী হয়ে ১১ জনের বিরুদ্ধে গোলাপগঞ্জ থানায় মামলা করেছেন।
আরও পড়ুন: সেপটিক ট্যাংক পরিষ্কারের সময় ২ জনের মৃত্যু
তিনি জানান, এরপর পুলিশ চার জনকে গ্রেপ্তার করে। তবে মূল আসামিরা এখনও পলাতক রয়েছেন।
২ বছর আগে