রিকশা গার্ল
ঢাকা লিট ফেস্টে শনিবার সন্ধ্যায় প্রদর্শিত হবে ‘রিকশা গার্ল’
বাংলা একাডেমি প্রাঙ্গণে ৫ জানুয়ারি শুরু হয়েছে ঢাকা লিট ফেস্ট। এবারের আয়োজনে সাহিত্য, বিজ্ঞান, স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ছাড়াও থাকছে চলচ্চিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, ওয়েব শো ও প্রামাণ্যচিত্রের প্রদর্শনী। এর অংশ হিসেবে শনিবার (৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে প্রদর্শিত হবে ‘রিকশা গার্ল’।
আরও পড়ুন: চরিত্রটি আমি আড়াই বছর বহন করেছি: ‘গুটি’-তে অভিনয় প্রসঙ্গে বাঁধন
অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত সিনেমাটি এরই মধ্যে আন্তর্জাতিক বিভিন্ন উৎসবে প্রদর্শিত হয়েছে। তবে এবারই প্রথম বাংলাদেশের দর্শকদের জন্য দেখানো হবে ‘রিকশা গার্ল’। আর দেশের প্রেক্ষাগৃহেও শিগগিরই সিনেমাটি মুক্তি পাবে বলেও ইউএনবিকে জানান অমিতাভ রেজা চৌধুরী।
‘রিকশা গার্ল’ নির্মিত হয়েছে ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখক মিতালি পারকিন্সের কিশোর সাহিত্য অবলম্বনে। নাইমা নামের এক কিশোরীর জীবনযুদ্ধ ঘিরে আবর্তিত হয়েছে এ ছবির গল্প।
শিল্পী নভেরা রহমান সিনেমাটিতে নাইমা চরিত্রে অভিনয় করেছেন। আরও অভিনয় করেছেন চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্র প্রমুখ।
আরও পড়ুন: ২৭ বিভাগে ৩৪ জন পাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার
১ বছর আগে
নিউইয়র্কে প্রিমিয়ার হচ্ছে ‘রিকশা গার্ল’ সিনেমার
অমিতাভ রেজা চৌধুরীর বহুল আলোচিত ছবি ‘রিকশা গার্ল’ আগামী ৫ মে নিউইয়র্কে প্রিমিয়ার হতে যাচ্ছে।
বায়োস্কোপের নির্বাহী পরিচালক (সিইও) রাজ হামিদ জানিয়েছেন, বায়োস্কোপ ফিল্মসের আয়োজনে শহরটির বিখ্যাত প্রেক্ষাগৃহ 'ভিলেজ ইস্ট বাই অ্যাঞ্জেলিকা'তে সিনেমাটির প্রিমিয়ার অনুষ্ঠিত হবে।
প্রিমিয়ার অনুষ্ঠানে অমিতাভ, সিনেমার কেন্দ্রীয় চরিত্রের অভিনেত্রী নভেরা রহমান, মোমেনা চৌধুরীসহ অনেকেই উপস্থিত থাকবেন।
আরও পড়ুন: ঈদুল ফিতরের সিনেমা ২০২২: বড় পর্দার আয়োজন
রাজ হামিদ বলেন, ‘ম্যানহাটনের ‘ভিলেজ ইস্ট বাই অ্যাঞ্জেলিকা’থিয়েটার নিজেই একটি ইতিহাস। রেড কার্পেটের অনুষ্ঠানসহ দিনটিকে স্মরণীয় করে রাখতে আমরা সব আয়োজন করেছি।
প্রিমিয়ারে উপস্থিত দর্শকরা সিনেমার কলাকুশলীদের সঙ্গে একটি প্রশ্নোত্তর সেশনে অংশ নেয়ারও সুযোগ পাবেন।
ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখক মিতালি পারকিনসের কিশোরসাহিত্য ‘রিকশা গার্ল’ অবলম্বনে চলচ্চিত্রটি নির্মিত এবং অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীদের পাশাপাশি তিনিও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
আরও পড়ুন: অনেকবার বাধার মুখে পড়েছি কিন্তু হাল ছাড়িনি: বান্নাহ
আগামী ৬ থেকে ১২ মে জ্যামাইকা মাল্টিপ্লেক্সে ‘রিকশা গার্ল’ প্রদর্শিত হবে। এরপর আমেরিকার ১৯টি রাজ্যের ৫২টি শহরে সিনেমাটি চলবে।
ছবিটিতে নাইমা চরিত্রে অভিনয় করেছেন নভেরা। এছাড়া ছবিটিতে আরও অভিনয় করেছেন চম্পা, মোমেনা, নরেশ ভূঁইয়া ও অ্যালেন শুভ্র।
২ বছর আগে