বিএনপির কার্যালয়
নরসিংদীতে বহিষ্কৃত ছাত্রদলের নেতাকর্মীরা ভাংচুর করল বিএনপির কার্যালয়
নরসিংদী জেলা বিএনপির কার্যালয় ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের চিনিশপুরের বাসায় হামলা ও ভাঙচুর করেছে বহিষ্কৃত ছাত্রদলের নেতাকর্মীরা।
এসময় হামলাকারীরা বিএনপি কার্যালয়ের গেটের সামনে এক টিভি সাংবাদিকের মোটরসাইকেলও ভাংচুর করে।
আরও পড়ুন: বরিশালে বাস টার্মিনালের দখল নিয়ে হামলা ভাংচুর
জেলা বিএনপির আহ্বায়ক খোকন বলেন, ‘হামলাকারীরা অপরাধী। প্রশাসনের নাকের ডগায় বারবার এই হামলা প্রমাণ করে প্রশাসন তাদের প্রশ্রয় দিয়েছে। আমরাও এদেশের নাগরিক, আমাদের নিরাপত্তা দেওয়া প্রশাসনের দায়িত্ব।’
দলীয় সূত্রে জানা গেছে, সকালে খোকন ঢাকা থেকে আসার পর ছাত্রদলের নেতাকর্মীরা জেলা বিএনপির চিনিশপুর কার্যালয়ের প্রবেশপথ বন্ধ করে দেয়। পরে বিএনপির নেতাকর্মীরা প্রধান ফটক দিয়ে ভেতরে প্রবেশ করেন।
পরে সব উপজেলায় বিএনপির ৮ এপ্রিলের কর্মসূচি নিয়ে প্রস্তুতি সভা করেন খোকন।
সভা শুরুর পরপরই একদল বহিষ্কৃত ছাত্রদল নেতা-কর্মী অস্ত্রে সজ্জিত হয়ে জেলা বিএনপি কার্যালয়ে হামলা চালায় এবং পাঁচ-সাতটি ককটেল বোমার বিস্ফোরণ ঘটায়।
হামলাকারীরা চলে যাওয়ার পর বিএনপি কার্যালয়ের দিকে নিক্ষিপ্ত আট থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল বোমা উদ্ধার করেন কার্যালয়ের তত্ত্বাবধায়ক।
খবর পেয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়াসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ বিএনপি কার্যালয় পরিদর্শন করে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।
গত ২৬ জানুয়ারি থেকে বহিষ্কৃত ছাত্রদলের নেতাকর্মীরা খোকনের গাড়ি, বাড়ি ও জেলা বিএনপির কার্যালয়ে একাধিকবার হামলা চালায়।
আরও পড়ুন: বিএনপি কার্যালয়ে পুলিশ লুটপাট, ভাংচুর করেছে: খন্দকার মোশাররফ
বঙ্গবন্ধুর ছবি ভাংচুর, বিএনপির ২৫০ জনের বিরুদ্ধে মামলা
১ বছর আগে
বরগুনায় বিএনপির কার্যালয়ে ছাত্রলীগের হামলার অভিযোগ, আহত ৮
বরগুনার পাথরঘাটায় ছাত্রলীগের বিরুদ্ধে বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় আট নেতাকর্মীর আহত হওয়ার দাবি করে বিএনপি।
শনিবার বেলা ১১টার দিকে পাথরঘাটা থানা সংলগ্ন উপজেলা বিএনপি কার্যালয়ে এ ঘটনা ঘটে।
পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মো. ফারুক অভিযোগ করেন, কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালনের জন্য নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে আসেন। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়। এতে অন্তত আট নেতাকর্মী আহত হন।
আরও পড়ুন: তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেশব্যাপী বিএনপির ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা শুরু
তিনি আরও বলেন, আহতদের মধ্যে পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহকে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য আহত হলেন- পৌর বিএনপির আহ্বায়ক মো. হারুন অর রশিদ, সদস্য সচিব খাইরুল শরীফ, যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহ, আ. হাদিদ, হাফেজ আলমগীর, মিজানুর রহমান ও আব্বাস উদ্দিন।
এ বিষয়ে পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ ওয়ালিদ মক্কি ও পৌর ছাত্রলীগের সভাপতি আহমেদ শাহজাদার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন ধরেননি।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম হাওলাদার জানান, ঘটনার সময় পুলিশ উপস্থিত থাকায় বড় কোনো ঘটনা ঘটেনি। বিএনপি অফিসের সামনে থেকে দু’পক্ষকেই সরিয়ে দেয়া হয়েছে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে আ.লীগ-বিএনপি সংঘর্ষে আহত ১৯; ১২টি মোটরবাইক ভাঙচুর ৩টিতে আগুন
১ বছর আগে
নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে যান চলাচল বন্ধ
ঢাকার নয়াপল্টনে সংঘর্ষ ও পুলিশের অভিযানের পর বুধবার রাত থেকে যান চলাচল ব্যাহত হওয়ায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
বিজয়নগর ও ফকিরাপুল সংযোগ লাইটিঙ্গেল মোড়ে পুলিশ ব্যারিকেড বসিয়ে পরিচয়পত্র ছাড়া কাউকে ঢুকতে দিচ্ছে না। বিএনপি কার্যালয়ের সামনে কোনো যানবাহন দেখা যায়নি।
এলাকায় সাঁজোয়া ও পুলিশের গাড়িসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
বুধবারের সংঘর্ষের পর বৃহস্পতিবার সকাল থেকে বিএনপির কোনো নেতাকর্মীকে দলীয় কার্যালয়ে দেখা যায়নি।
আরও পড়ুন: নয়াপল্টনে পুলিশের অভিযানে নিহত ২, শতাধিক আহত, গ্রেপ্তার ৬০০: ফখরুল
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ইউএনবিকে বলেন, তবে সকালে ঢাকার আদালতে হাজির হয়ে নয়াপল্টন কার্যালয় পরিদর্শন করার কথা রয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।
আজ সকাল ১০টা পর্যন্ত ওই এলাকার অধিকাংশ অফিস, শপিংমল ও দোকানপাট বন্ধ থাকতে দেখা যায়।
স্থানীয়রা জানান, বিপুল সংখ্যক পুলিশ ওই এলাকায় অবস্থান নেয়ায় তারা আতঙ্কিত। তাদের নিজ নিজ গন্তব্যে যেতেও অসুবিধার সম্মুখীন হতে হয়েছে বলেও জানান তারা।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার দাবি করেন যে তাদের দলের নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের হামলায় ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের দুই নেতা নিহত ও শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।
এছাড়া দলের কার্যালয় থেকে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম ও উত্তর মহানগর শাখার আহ্বায়ক আমানউল্লাহ আমানসহ বিএনপির প্রায় ছয় শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।
এদিকে ডিএমপি কমিশনার বলেন, বিএনপির লোকজন তাদের দলীয় কার্যালয় থেকে ককটেল বিস্ফোরণ ঘটায় এবং তার জন্যই অভিযান চালানো হয়।
তিনি বলেন, ‘আমরা পুলিশের সংখ্যা বাড়িয়ে নিরাপত্তা জোরদার করেছি। তারা (বিএনপি) সমাবেশ করার পূর্বানুমতি নেয়নি।’
আরও পড়ুন: ১০ ডিসেম্বরের সমাবেশ বানচালে নয়াপল্টনে সংঘর্ষ করেছে সরকার: মির্জা ফখরুল
এটা পুলিশের অযৌক্তিক পদক্ষেপ: নয়াপল্টনে সংঘর্ষ নিয়ে ফখরুল
১ বছর আগে
এম এ মান্নানের প্রতি শেষ শ্রদ্ধা বিএনপির
দলের ভাইস চেয়ারম্যান ও গাজীপুর সিটি করপোরেশনে প্রথম মেয়র এম এ মান্নানের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছে বিএনপি।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মান্নানের কফিন বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে নিয়ে আসা হলে সেটি দলীয় পতাকায় মুড়িয়ে দেয়া হয়।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা দলের পক্ষ থেকে গাজীপুরের সাবেক মেয়রের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারাও মান্নানের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন।
আরও পড়ুন: গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মান্নান আর নেই
সেখানে জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি ও দেশে মান্নানের অবদানের কথা স্মরণ করেন।
তিনি বলেন, মান্নানের মৃত্যুতে দলের যে শূন্যতা তৈরি হয়েছে তা সহজে পূরণ হওয়ার নয়।
এসময় ফখরুল মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এর আগে বৃহস্পতিবার বিকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান মান্নান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। এশার নামাজের পর বারিধারা ডিওএইচএস মসজিদ প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। শুক্রবার বাদ আসর গাজীপুরের সালনা গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
আরও পড়ুন: সাবেক এমপি আব্দুল মান্নানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
এম এ মান্নান ১৯৭৮ সালে বিএনপিতে যোগ দেন, ১৯৯১ সালে গাজীপুর-১ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। তিনি ১৯৯১ সালে ধর্ম বিষয়ক এবং বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হন। গাজীপুর সিটি করপোরেশন হলে প্রথম নির্বাচনে ২০১৩ সালে মেয়র নির্বাচিত হন মান্নান।
২ বছর আগে