বরগুনার পাথরঘাটায় ছাত্রলীগের বিরুদ্ধে বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় আট নেতাকর্মীর আহত হওয়ার দাবি করে বিএনপি।
শনিবার বেলা ১১টার দিকে পাথরঘাটা থানা সংলগ্ন উপজেলা বিএনপি কার্যালয়ে এ ঘটনা ঘটে।
পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মো. ফারুক অভিযোগ করেন, কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালনের জন্য নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে আসেন। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়। এতে অন্তত আট নেতাকর্মী আহত হন।
আরও পড়ুন: তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেশব্যাপী বিএনপির ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা শুরু
তিনি আরও বলেন, আহতদের মধ্যে পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহকে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য আহত হলেন- পৌর বিএনপির আহ্বায়ক মো. হারুন অর রশিদ, সদস্য সচিব খাইরুল শরীফ, যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহ, আ. হাদিদ, হাফেজ আলমগীর, মিজানুর রহমান ও আব্বাস উদ্দিন।
এ বিষয়ে পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ ওয়ালিদ মক্কি ও পৌর ছাত্রলীগের সভাপতি আহমেদ শাহজাদার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন ধরেননি।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম হাওলাদার জানান, ঘটনার সময় পুলিশ উপস্থিত থাকায় বড় কোনো ঘটনা ঘটেনি। বিএনপি অফিসের সামনে থেকে দু’পক্ষকেই সরিয়ে দেয়া হয়েছে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে আ.লীগ-বিএনপি সংঘর্ষে আহত ১৯; ১২টি মোটরবাইক ভাঙচুর ৩টিতে আগুন