গাজীপুর সিটি করপোরেশনে প্রথম মেয়র
এম এ মান্নানের প্রতি শেষ শ্রদ্ধা বিএনপির
দলের ভাইস চেয়ারম্যান ও গাজীপুর সিটি করপোরেশনে প্রথম মেয়র এম এ মান্নানের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছে বিএনপি।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মান্নানের কফিন বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে নিয়ে আসা হলে সেটি দলীয় পতাকায় মুড়িয়ে দেয়া হয়।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা দলের পক্ষ থেকে গাজীপুরের সাবেক মেয়রের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারাও মান্নানের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন।
আরও পড়ুন: গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মান্নান আর নেই
সেখানে জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি ও দেশে মান্নানের অবদানের কথা স্মরণ করেন।
তিনি বলেন, মান্নানের মৃত্যুতে দলের যে শূন্যতা তৈরি হয়েছে তা সহজে পূরণ হওয়ার নয়।
এসময় ফখরুল মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এর আগে বৃহস্পতিবার বিকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান মান্নান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। এশার নামাজের পর বারিধারা ডিওএইচএস মসজিদ প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। শুক্রবার বাদ আসর গাজীপুরের সালনা গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
আরও পড়ুন: সাবেক এমপি আব্দুল মান্নানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
এম এ মান্নান ১৯৭৮ সালে বিএনপিতে যোগ দেন, ১৯৯১ সালে গাজীপুর-১ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। তিনি ১৯৯১ সালে ধর্ম বিষয়ক এবং বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হন। গাজীপুর সিটি করপোরেশন হলে প্রথম নির্বাচনে ২০১৩ সালে মেয়র নির্বাচিত হন মান্নান।
২ বছর আগে