এএমএ মুহিতের মরদেহ
সিলেটে পৌঁছেছে এএমএ মুহিতের মরদেহ
সাবেক অর্থমন্ত্রী, কূটনীতিক, মুক্তিযোদ্ধা ও ভাষা সৈনিক এ এম এ মুহিতের মরদেহ শনিবার রাত ১০টার দিকে সিলেট পৌঁছেছে। এই সময় সেখানে গর্বিত এই সন্তানকে শেষবারের মতো একনজর দেখার জন্য বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভিড় করে।
পরে শহরের হাফিজ কমপ্লেক্সে তার মরদেহ নিয়ে যাওয়া হয়।
রবিবার দুপুর ১২টায় তার মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হবে। দুপুর ২টায় সিলেট সরকারী আলিয়া মাদনাসা মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে নগরীর রায়নগরস্থ পারিবারিক গোরস্তানে মা-বাবার পাশে তাকে দাফন করা হবে।
আরও পড়ুন: রবিবার সিলেটের পারিবারিক কবরস্থানে শায়িত হবেন এএমএ মুহিত
এএমএ মুহিত, দেশের সবচেয়ে দীর্ঘ মেয়াদী অর্থমন্ত্রীদের একজন। একমাত্র তিনি টানা ১০ বছর ধরে অর্থনীতির নেতৃত্ব দিয়েছেন এবং আওয়ামী লীগের উন্নয়ন যুগের এই স্থপতি শনিবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শনিবার সকাল ১০টা ৪৫ মিনিটে গুলশান আজাদ মসজিদে মুহিতের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
পরে তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হয়, যেখানে সর্বস্তরের মানুষ তার প্রতি শ্রদ্ধা জানান।
শনিবার জোহরের নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্যের দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: এএমএ মুহিতের দ্বিতীয় নামাজে জানাজা সম্পন্ন
মুহিত বেশ কিছুদিন ধরেই বেশ অসুস্থ ছিলেন। ২০২১ সালের জুলাই মাসে তার করোনা ধরা পড়ে, এরপর তিনি সুস্থ হয়েছিলেন। তারপর মার্চ মাসে বার্ধক্যে কারণে দুর্বল হয়ে পড়ায় তাকে আবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
২ বছর আগে