নদীতে গোসল
দিনাজপুরের নদীতে গোসলে নেমে নিখোঁজ ইন্দোনেশিয়া নাগরিকের লাশ উদ্ধার
দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীতে গোসলে নেমে তাবলিগ জামায়াতে আসা ইন্দোনেশিয়ার নাগরিক ফাইজুল ইসলাম (৫০) নিখোঁজের সাড়ে ৩ ঘণ্টা পর নদী থেকে লাশ উদ্ধার করেছে ডুবুরি দল।
বুধবার (৬ নভেম্বর) সকালে উপজেলার কূলান্দপুর উত্তরপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক।
আরও পড়ুন: কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে কিশোরের মৃত্যু
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, ইন্দোনেশিয়ার নাগরিক ফাইজুল ইসলাম তাবলিগ জামায়াতের সাথী হিসেবে একটি দলের সঙ্গে কূলান্দপুর উত্তরপাড়া জামে মসজিদে এসেছিলেন। বুধবার সকালে তিনি ওই গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া করতোয়া নদীতে গোসলে নেমে নিখোঁজ হোন। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করে উদ্ধার করা সম্ভব না হওয়ায় ডুবুরি দল এসে সাড়ে ৩ ঘণ্টা চেষ্টার পর তার লাশটি উদ্ধার করে।
ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আতাউর রহমান বলেন, ‘ঘোড়াঘাট ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা প্রাথমিকভাবে নদীতে উদ্ধার অভিযান চালালেও, নিখোঁজ বিদেশি নাগরিকের সন্ধান পাওয়া যায়নি। পরে রংপুরের ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিলে তারা দুপুর ১২টায় লাশটি উদ্ধার করে।’
আরও পড়ুন: গোবিন্দগঞ্জে করতোয়ায় নদীতে গোসলে নেমে ২ শিশুর মৃত্যু
১ মাস আগে
নদীতে গোসল করতে নেমে নিখোঁজ নৌবাহিনী সদস্যের লাশ উদ্ধার
ফেনীর মুহুরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া আবুল হাসান নামে নৌবাহিনীর এক সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার রাত ৯টা ২০ মিনিটের দিকে চট্টগ্রাম থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা নদীর গভীর থেকে লাশটি উদ্ধার করে।
আবুল হাসান ওই ইউনিয়নের ধনিকুন্ডা গ্রামের আবুল খায়েরের ছেলে। তিনি চট্টগ্রাম নৌবাহিনীর সৈনিক পদে কর্মরত ছিলেন।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদাৎ হোসেন খান বলেন, গোসল করতে নেমে নিখোঁজ হন আবুল হাসান।
আরও পড়ুন: গোবিন্দগঞ্জে অটোচালকের গলাকাটা লাশ উদ্ধার
তাকে স্থানীয় ফায়ার সার্ভিস ও চট্টগ্রাম ডুবুরি এবং নৌবাহিনীর একটি দল দীর্ঘ ৭ ঘণ্টা খোঁজাখুঁজির পর উদ্ধার করে।
তিনি আরও বলেন, নিহতের লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।
উল্লেখ্য, গরমে অতিষ্ঠ হয়ে শনিবার দুপুর দুইটার দিকে এলাকার পাঁচ বন্ধুদের সঙ্গে মুহুরী নদীতে গোসল করতে নামেন আবুল হাসান। হঠাৎ পানির নিচে তলিয়ে যান। তাৎক্ষণিকভাবে চার বন্ধু তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে পরশুরাম ফায়ার সার্ভিসের সদস্যদের খবর দেন।
অনেক খোঁজাখুঁজি করেও ফায়ার সার্ভিসের সদস্যরা নিখোঁজ আবুল হাসানকে উদ্ধার করতে ব্যর্থ হয়। পরে চট্টগ্রামের ডুবুরি দলকে খবর দিলে তারা দ্রুত এসে উদ্ধার কাজ শুরু করে। এর সঙ্গে নৌবাহিনীও যোগ দেয়। দীর্ঘ ৭ ঘণ্টা পর আবুল হাসানের লাশ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: ক্যামেরার জন্য বন্ধুকে হত্যা, সেপটিক ট্যাংক থেকে লাশ উদ্ধার
চুয়াডাঙ্গায় অপহৃত শিশু সিরাজগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ১
৮ মাস আগে
ঈদের সকালে বজ্রপাতে টাঙ্গাইলে ৩ কিশোরের মৃত্যু
টাঙ্গাইলের কালিহাতীতে ঈদের দিন সকালে নদীতে গোসল করার সময় বজ্রপাতে তিন কিশোরের মৃত্যু হয়েছে। এই সময় নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা আরও দু’জন আহত হন।
সকাল ৯টার দিকে উপজেলার হাতিয়া এলাকার নিউ ধলেশ্বরী নদীপাড়ে এই দুর্ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: শেরপুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে স্কুলছাত্র নিহত
মৃতরা হলেন, উপজেলার হাতিয়া গ্রামের মো. রবিউলের ছেলে মো. আরিফ মিয়া (১৫), আব্দুর রাজ্জাকের মেয়ের জামাই মো. মোস্তফা কামাল ( ২১) ও একই ইউনিয়নের দশকিয়া পূর্বপাড়া গ্রামের মো. জুলহাস উদ্দিনের ছেলে মো. ফয়সাল উদ্দিন ( ১৬)।
আহতরা হলেন- মো. রাকিব মিয়া ও মো. জাহিদ হোসেন।
আরও পড়ুন: হবিগঞ্জে বজ্রপাতে শিশুসহ নিহত ৩
দশকিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মালেক ভূঁইয়া জানান, তিন কিশোর ঈদের নামাজ পড়ার আগে নদীতে গোসল করতে গিয়েছিল। এই সময় বজ্রপাত হলেন ঘটনাস্থলেই একজন মারা যান। এঘটনায় আহত চার জনকে টাঙ্গাইল সদর হাসপাতালে নেয়ার পথে আরও দুইজন মারা যান।
তিনি জানান, আহত অপর দুজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
২ বছর আগে