জমি নিয়ে বিরোধে
জমি নিয়ে বিরোধের জেরে হুইলচেয়ারে বসা ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ!
কুমিল্লার দাউদকান্দিতে জমি নিয়ে বিরোধের জেরে হুইলচেয়ারে বসে থাকা ভাইকে কোদাল দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে আরেক ভাইয়ের বিরুদ্ধে। মঙ্গলবার (১৩ জুন) ভোরে উপজেলার টামটায়েএ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত নাছিমসহ আরও চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত আমির হোসেন ৯ (৬৫) টামটা গ্রামের আইয়ুব আলীর ছেলে। এছাড়া এ ঘটনায় অভিযুক্ত ওসমান গনি ওরফে নাছিম (৫৫) ওই গ্রামের শহিদুল্লাহ মাস্টারের ছেলে এবং পেশায় একজন একজন পল্লী চিকিৎসক। সর্ম্পকে তারা আপন মামাতো-ফুফাতো ভাই।
আরও পড়ুন: রূপগঞ্জে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা
গ্রেপ্তারেরা হলেন- ওই গ্রামের শামীম ওসমান (৪৮), মো. শাহাদাত (৩৫), বিএম ওসমান গনির ছেলে মো. সিয়াম (২৭) এবং মো. সিহাব (২৯)।
অন্যদিকে, এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিও ফুটেজে দেখা গেছে, মঙ্গলবার সকালে আমির হোসেন বাড়ির সামনের পাকা রাস্তার উপর হুইলচেয়ারে বসে আছেন। এ সময় নাছিম পেছন থেকে এসে তার মাথায় কোদাল দিয়ে আঘাত করেন। এতে আমির হোসেন হুইলচেয়ার থেকে মাটিতে পড়ে যান। এরপর আরও একাধিকবার কোদাল দিয়ে পেটাতে থাকেন নাছিম। পরে সেখান থেকে নিজের বাড়িতে চলে যান।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আমির হোসেনকে উদ্ধারের কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর ভূঁঞা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, আমিরের সঙ্গে নাছিরের জমি সংক্রান্ত বিরোধ ছিল। এ ঘটনায় তাৎক্ষণিক পাঁচজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: ফরিদগঞ্জে কিশোরীসহ ৩ জনের ‘আত্মহত্যা’
ফতুল্লায় ফল ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ
১ বছর আগে
জমি নিয়ে বিরোধের জেরে ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ
গোপালগঞ্জ সদরে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাই ও ভাতিজাদের বিরুদ্ধে। সোমবার সন্ধ্যায় পর সদর উপজেলার হরিদাসপুর ইউনিয়নের মোচড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত পরিবহন ব্যবসায়ী ফুলমিয়া মোল্লা (৪৮) ওই এলাকার মৃত এলায়েক মোল্লার ছেলে।
আরও পড়ুন: সিলেটে জমি নিয়ে বিরোধে প্রতিবেশিকে পিটিয়ে হত্যার অভিযোগ
গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল বলেন, নিহত ফুলমিয়া মোল্লার পাঁচ ভাইয়ের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন যাবৎ কোর্টে মামলা চলমান রয়েছে। এরই জেরে বিকাল থেকে উভয়ের মধ্যে ঝগড়া বিবাদ ও কথাকাটি হতে থাকে।
আরও পড়ুন: গাইবান্ধায় যুবককে পিটিয়ে হত্যা!
এক পর্যায়ে সন্ধ্যার পর নিহত ফুলমিয়ার ছোট ভাই লিংকন মোল্যা ও বড় ভাই জাহাঙ্গীর মোল্যা ও তাদের ছেলেরা মিলে তাকে বেধড়ক মারধর করে।
আরও পড়ুন: জমি সংক্রান্ত বিরোধে কুষ্টিয়ায় নারীকে পিটিয়ে হত্যা
তিনি জানান, গুরুতর আহত অবস্থায় ফুলমিয়াকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিস্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ বছর আগে
নেত্রকোণায় জমি নিয়ে বিরোধে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১
নেত্রকোণার পূর্বধলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের শাবলের আঘাত এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রী, ভাই ও বোনসহ চার জন আহত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার শিমুলকান্দি কুরপার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বছির উদ্দিন (৪৫) একই গ্রামের পশর আলীর ছেলে।
আহতরা হলেন- নিহতের স্ত্রী হুছনে আরা, দুই ভাই রব্বানী ও আব্দুস সালাম এবং বোন রাহিমা আক্তার।
আরও পড়ুন: সালথায় আধিপত্য বিস্তার নিয়ে ফের সংঘর্ষ: নিহত ১
স্থানীয় ইউপি মেম্বার আবুল কালাম জানান, বছির উদ্দিনের সঙ্গে একই গ্রামের চান শেখ ও মৌজা আলীর দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বুধবার দুপুরে দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন সংঘবদ্ধ হয়ে শাবল দিয়ে বছির উদ্দিনসহ তার স্বজনদের আঘাত করে। এতে তারা গুরুতর আহত হন।
তিনি জানান, স্থানীয়রা বছির উদ্দিনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গুরুতর আহত বছির উদ্দিনের স্ত্রীকে নেত্রকোনা জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসক দিয়ে পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত অন্যরা নেত্রকোণা জেলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
আরও পড়ুন: কুষ্টিয়ায় সংঘর্ষে ৪ জন মৃত্যুর ঘটনায় দুই মামলা
নেত্রকোণা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোর্শেদা খানম জানান, ঘটনাটি শুনেছি। কাউকে আটক করা হয়নি এখনও। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
২ বছর আগে