কুমিল্লার দাউদকান্দিতে জমি নিয়ে বিরোধের জেরে হুইলচেয়ারে বসে থাকা ভাইকে কোদাল দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে আরেক ভাইয়ের বিরুদ্ধে। মঙ্গলবার (১৩ জুন) ভোরে উপজেলার টামটায়েএ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত নাছিমসহ আরও চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত আমির হোসেন ৯ (৬৫) টামটা গ্রামের আইয়ুব আলীর ছেলে। এছাড়া এ ঘটনায় অভিযুক্ত ওসমান গনি ওরফে নাছিম (৫৫) ওই গ্রামের শহিদুল্লাহ মাস্টারের ছেলে এবং পেশায় একজন একজন পল্লী চিকিৎসক। সর্ম্পকে তারা আপন মামাতো-ফুফাতো ভাই।
আরও পড়ুন: রূপগঞ্জে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা
গ্রেপ্তারেরা হলেন- ওই গ্রামের শামীম ওসমান (৪৮), মো. শাহাদাত (৩৫), বিএম ওসমান গনির ছেলে মো. সিয়াম (২৭) এবং মো. সিহাব (২৯)।
অন্যদিকে, এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিও ফুটেজে দেখা গেছে, মঙ্গলবার সকালে আমির হোসেন বাড়ির সামনের পাকা রাস্তার উপর হুইলচেয়ারে বসে আছেন। এ সময় নাছিম পেছন থেকে এসে তার মাথায় কোদাল দিয়ে আঘাত করেন। এতে আমির হোসেন হুইলচেয়ার থেকে মাটিতে পড়ে যান। এরপর আরও একাধিকবার কোদাল দিয়ে পেটাতে থাকেন নাছিম। পরে সেখান থেকে নিজের বাড়িতে চলে যান।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আমির হোসেনকে উদ্ধারের কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর ভূঁঞা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, আমিরের সঙ্গে নাছিরের জমি সংক্রান্ত বিরোধ ছিল। এ ঘটনায় তাৎক্ষণিক পাঁচজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: ফরিদগঞ্জে কিশোরীসহ ৩ জনের ‘আত্মহত্যা’