এএইচএফ
এশিয়ান গেমস হকি বাছাইপর্ব: ইন্দোনেশিয়াকে ৩-১ গোলে হারাল বাংলাদেশ
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে নয় দেশের পুরুষদের এশিয়ান গেমস হকির বাছাইপর্বে শনিবার ইন্দোনেশিয়াকে ৩-১ গোলে হারিয়ে ভালো সূচনা করেছে বাংলাদেশের জাতীয় হকি দল।
গত বছর মার্চেও এএইচএফ কাপ হকি টুর্নামেন্টে স্বাগতিক ইন্দোনেশিয়াকে ৭-২ গোলে হারিয়েছিল বাংলাদেশ।
পুরুষদের এশিয়ান গেমসের বাছাইপর্বে শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া এবং সিঙ্গাপুরের সাথে চার দলের পুল বি-তে রয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে ১০ মে শ্রীলঙ্কা এবং ১২ মে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ।
ম্যাচের ১০ মিনিটের মধ্যে সারওয়ার হোসেন গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন।
দ্বিতীয় কোয়ার্টারের আট মিনিটে ফরোয়ার্ড পুস্কর খিশা মিমো ফিল্ড গোল করে বাংলাদেশের ব্যবধান দ্বিগুণ করেন।
তৃতীয় কোয়ার্টারের ৯ মিনিটে ইন্দোনেশিয়া গোল করে ব্যবধান ২-১ করে।
তবে সর্বশেষ কোয়ার্টারের ১০ মিনিটে ফিল্ড গোলে ম্যাচের জয় নিশ্চিত করেন মিডফিল্ডার ফজলে হোসেন রাব্বি।
দারুণ খেলে বাংলাদেশের অধিনায়ক রেজাউল করিম বাবু ম্যাচ সেরা নির্বাচিত হন।
পড়ুন: শ্রীলঙ্কা সফরের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াড ঘোষণা
বাংলাদেশ স্কোয়াড:
গোলরক্ষক: বিপ্লব কুজুর, আবু সাঈদ নিপ্পন
ডিফেন্ডার: খোরশেদুর রহমান, ফরহাদ আহমেদ শীতল, আশরাফুল ইসলাম, মেহেদী হাসান, রেজাউল করিম বাবু, সোহানুর রহমান সবুজ।
মিডফিল্ডার: সারোয়ার হোসেন, রোমন সরকার, নাইম উদ্দিন, ফজলে হোসেন রাব্বি, প্রিন্স লাল সামন্ত।
ফরোয়ার্ড: রাসেল মাহমুদ জিমি, মিলন হোসেন, পুষ্কর খিশা মিমো, আরশাদ হোসেন, রাকিবুল হাসান রকি (জুনিয়র)।
পড়ুন: বিপিএল ফুটবলের ১৪তম রাউন্ড শুরু শনিবার
২ বছর আগে