গাছের ডাল
নাটোরে গাছের ডাল মাথায় পড়ে শিশুর মৃত্যু
নাটোর রাজবাড়িতে বেড়াতে গিয়ে গাছের ডাল ভেঙে পড়ে রাজু নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৮ মার্চ) দুপুর ১২টার দিকে রানীভবানী রাজবাড়িতে হানিকুইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় দুই কলেজছাত্রের মৃত্যু
নিহত শিশু রাজু শহরের বলাড়িপাড়া এলাকার একটি এনজিও স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিশু রাজুর মাথায় গাছের ডাল ভেঙে পড়লে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়।
সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা রাজুকে মৃত ঘোষণা করেন।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এ বিষয়ে খোজঁ খবর নেওয়া হচ্ছে।
আরও পড়ুন: করোনায় আরও ১ জনের মৃত্যু, শনাক্ত ৪৯
মানিকগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
৯ মাস আগে
যশোরে গাছের ডাল ভেঙে বাসের ছাদে পড়ে ২ যাত্রী নিহত
যশোরের ঝিকরগাছায় গাছের ডাল ভেঙে বাসের ছাদে পড়ে বাসের দুই যাত্রী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের বেনেয়ালি ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- যশোর সদর উপজেলার উপশহর ডি ব্লকের লিয়াকত আলীর ছেলে মো. সালাউদ্দিন (৪২) এবং বেনাপোলের বড় আঁচড়া গ্রামের মনসুর আলীর ছেলে শিমুল হোসেন (৩৬)।
আরও পড়ুন: গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
পুলিশ জানায়, যশোর থেকে ছেড়ে আসা বেনাপোলগামী যাত্রীবাহী একটি বাস রাত সাড়ে ১০টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের বেনেয়ালি ব্র্যাক অফিসের সামনে পৌঁছালে পুরোনো একটি কড়ইগাছের ডাল বাসের ছাদের উপর ভেঙে পড়ে। এ সময় বাসের ছাদে থাকা যাত্রী সালাউদ্দিন ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহত হন শিমুল হোসেন। গুরুতর আহত অবস্থায় শিমুলকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ১১ টার দিকে তার মৃত্যু হয়।
নাভারন হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
দিনাজপুরে পৃথক দুর্ঘটনায় নিহত ২, আহত ৯
১ বছর আগে
চুয়াডাঙ্গায় গাছের ডাল ভেঙে কিশোরের মৃত্যু
চুয়াডাঙ্গার আলমডাঙ্গার জামজামি গ্রামের শনিবার গাছের ডাল ভেঙে পড়ে ১১ বছর বয়সের এক কিশোরের মৃত্যু হয়েছে।
নিহত রাহুল আহমেদ একই গ্রামের রবিউল ইসলামের ছেলে ও জামজামি সরকার প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
আরও পড়ুন: সমুদ্রে গোসল করতে নেমে রোহিঙ্গা কিশোরের মৃত্যু
স্থানীয় ইউপি সদস্য আরিফুল ইসলাম জানান, জামজামি ক্যানালের দুই খালের মাঝে সরকারিভাবে গাছ কাটা হচ্ছে। সেখানে শনিবার বেলা ১১টার দিকে শিশু রাহুল গাছ কাটা দেখতে যায়। এই সময় গাছের একটি ডাল ভেঙে তার মাথার ওপর পড়লে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আলমডাঙ্গা শহরের ফাতেমা ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: ঈদের সকালে বজ্রপাতে টাঙ্গাইলে ৩ কিশোরের মৃত্যু
আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আব্দুল আলিম বলেন, আমি বিষয়টি জেনেছি। অভিযোগ না থাকায় সুরতহাল প্রতিবেদন শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।
২ বছর আগে