চাটমোহর
কন্যা দিবসে ৩ মেয়ের জন্ম, নাম পদ্মা-মেঘনা-যমুনা
কন্যা দিবসের দিন পাবনায় সুমি খাতুন নামে এক গৃহবধূ এক ঘণ্টা পাঁচ মিনিটে তিনটি কন্যা সন্তান প্রসব করেছেন। তাদের নাম রাখা হয়েছে পদ্মা, মেঘনা, যমুনা।
২৫০ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালে মঙ্গলবার সকাল ১০টায় একজন, বেলা ১১টায় একজন এবং ১১টা ৫ মিনিটে তৃতীয় সন্তান প্রসব করেন ওই গৃহবধূ।
সুমি খাতুন জেলার চাটমোহর উপজেলার ছোট গুয়াখরা গ্রামের আলতাব হোসেনের স্ত্রী।
আরও পড়ুন: খাগড়াছড়িতে একসঙ্গে ৪ সন্তান প্রসব
পরিবারের সদস্যরা জানান, শারীরিক সমস্যা দেখা দিলে অন্তঃসত্ত্বা সুমি খাতুনকে মঙ্গলবার ভোরে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এবং স্বাভাবিকভাবে তিন সন্তান প্রসব করেন তিনি।
আলতাব হোসেনের ভাই রাব্বি হোসেন জানান, মা ও তিন কন্যা সন্তান ভালো আছেন এবং এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।তাদের সংসারে ছয় বছরের একটি ছেলে সন্তান রয়েছে।
আরও পড়ুন: চাঁদপুরে একসাথে ৫ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ
শিশুদের বাবা আলতাব হোসেন জানান, আল্লাহর কাছে কন্যাসন্তান চেয়েছিলাম। আলট্রাসনোগ্রাম করে ডাক্তাররা বলেছিলেন দুইটা সন্তান হবে। কিন্তু তিনটা কন্যা সন্তান আল্লাহ আমাকে উপহার দিয়েছেন। তিন কন্যা সন্তানের নাম রাখা হয়েছে পদ্মা, মেঘনা, যমুনা।
আরও পড়ুন: বিয়ের ৮ বছর পর একসঙ্গে চার সন্তানের জন্ম
২৫০ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ডের সহকারী রেজিস্ট্রার ডা. ফারজানা মেহজাবিন বলেন, নির্দিষ্ট সময়ের আগেই শিশু তিনটির জন্ম হয়েছ। আকারে ছোট বাচ্চা যে কারণে স্বাভাবিকভাবে প্রসব হয়েছে। মা ভালো আছেন।
২ বছর আগে
পাবনায় কীটনাশক পান করে ২ কিশোরীর ‘আত্মহত্যা’
পাবনার চাটমোহরে শনিবার রাতে বিষপান করে দুই কিশোরী আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।
তারা হলো, উপজেলার জয়ঘর গ্রামের জিল্লুর হোসেনের মেয়ে ও হান্ডিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী যুথী আক্তার (১৫) এবং একই উপজেলার পাইকপাড়া গ্রামের সাখাওয়াত হোসেন সাকুর মেয়ে ও পাইকপাড়া সিনিয়র আলিম মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্রী শাবানা খাতুন (১৫)।
আরও পড়ুন: পিরোজপুরে বিষপানে প্রেমিক যুগলের আত্মহত্যা
চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার সজীব শাহরীন জানান, শনিবার সকালে দুজনই স্কুল ও মাদরাসা থেকে ফেরার পথে বিকালে হান্ডিয়াল বাজার থেকে কীটনাশক কিনে পান করে যে যার বাড়ি চলে যায়। বাড়ি গিয়ে অসুস্থ হয়ে পড়লে তারা কীটনাশক পানের কথা পরিবারকে জানায়। এই সময় দুজনকে হান্ডিয়াল বাজারে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে সেখানে অবস্থার অবনতি হলে তাদের পাবনা পাঠানো হয়। পাবনার যাওয়ার পথে আটঘরিয়া এলাকায় পৌঁছালে একজন মারা যায়। এছাড়া অপরজন রাত সাড়ে ৮টার দিকে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
আরও পড়ুন: চট্টগ্রামে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা!
তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তবে কী কারণে তারা আত্মহত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
২ বছর আগে
চাটমোহরে বিল থেকে যুবকের লাশ উদ্ধার
পাবনার চাটমোহরে বিল থেকে লিমন হোসেন (২৭) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের শাংকিভাঙ্গা বিলের চিকনাই নদীতে এ ঘটনা ঘটে।
নিহত লিমন উপজেলার মূলগ্রাম ইউনিয়নের মাঝগ্রামের দুলাল হোসেনের ছেলে।
এলাকাবাসীর তথ্যে জানা গেছে, যুবক লিমন বিয়ের পর থেকে তার শশুরবাড়ি ডিবিগ্রাম ইউনিয়নের কাটাখালীতে থাকতো। সেখানে থাকা অবস্থায় তার স্ত্রী এবং শশুরবাড়ির লোকদের সঙ্গে প্রায়ই ঝগড়া বিবাদ লেগেই থাকতো। এসকল কারণে গত কয়েকদিন সে তার শশুরবাড়িতেও যায়নি। শুক্রবার বিকেলে এলাকাবাসী বিলে যাতায়াত করার মূহুর্তে বিলের পারে তার লাশ দেখে থানায় খরব দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করেছে।
শনিবার সকালে ময়না তদন্তের জন্য লাশ পাবনা মর্গে পাঠানো হয়েছে। কেন কি কারণে তার মৃত্যু হলো পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় ভুট্টা খেত থেকে যুবকের লাশ উদ্ধার
বিরামপুরে আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার
২ বছর আগে