গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট
নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ারে ‘গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট’ অনুষ্ঠিত
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং ডিজিটাল বাংলাদেশের সম্ভাবনা ও জাতীয় ভাবমূর্তি বিশ্বের কাছে তুলে ধরতে শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বিশ্বখ্যাত ম্যাডিসন স্কয়ার গার্ডেনে (এমএসজি) ‘গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট’ অনুষ্ঠিত হয়েছে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এবং বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় এই বিশেষ কনসার্টটি অনুষ্ঠিত হয়।
‘লেট দ্য মিউজিক স্পিক’ থিম নিয়ে ঐতিহাসিক এ অনুষ্ঠানে বিশ্বখ্যাত জার্মান ব্যান্ড স্করপিয়ন্সের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করেছে জনপ্রিয় বাংলাদেশি ব্যান্ড চিরকুট।
আরও পড়ুন: ‘গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট’- এর টিকিট পাওয়া যাবে ৪ এপ্রিল থেকে
শুরুতে জাতীয় সঙ্গীত বাজিয়ে বাংলাদেশের প্রতি সম্মান প্রদর্শন করা হয়। এই কনসার্টে বিশ্বের বিভিন্ন স্থান থেকে প্রবাসী বাংলাদেশি ও সঙ্গীতপ্রেমীসহ প্রায় ২০ হাজার কনসার্ট-প্রেমী যোগ দেন।
২ বছর আগে