নিখোঁজ কিশোর
রাতারগুলে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার
সিলেটের রাতারগুল পর্যটনকেন্দ্রে বেড়াতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ কিশোর শামীম আহমদের লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৯ জুন) সকাল সাড়ে ১১টার দিকে সোয়াম ফরেস্টের মোটরঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
এর আগে, শুক্রবার (২৮ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে চেঙ্গেরখাল নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় সিলেট নগরীর বাগবাড়ী এলাকার শাহজাহান আলীর ছেলে শামীম আহমদ (১৭)।
স্থানীয়রা জানান, মোটরঘাট খেয়াঘাটের সিঁড়ি দিয়ে চার পর্যটক চেঙ্গেরখাল নদীর পানিতে গোসল করতে নামেন। এসময় শামীম নামে এক কিশোর সাঁতার না জানার কারণে পানির নিচে তলিয়ে যান। অপর তিনজন সাঁতার কেটে ফিরে আসতে সক্ষম হন।
সিলেট বিমানবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুনু মিয়া জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরিবারের সদস্যরা ময়নাতদন্ত ছাড়াই তারা লাশ নিতে চান বলে জানিয়েছেন। এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: রাতারগুলে গোসলে নেমে কিশোর নিখোঁজ
৫ মাস আগে
যমুনায় নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার
বগুড়ার সারিয়াকান্দির যমুনা নদীতে পরিবারের সঙ্গে বেড়াতে এসে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে চরবাটিয়া ডুবোচর থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিহত মুগ আলী ছোট (১৩) বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার মোহাম্মদ আলীর ছেলে ও বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের ৭ম শ্রেণির ছাত্র।
আরও পড়ুন: ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে শিশু নিখোঁজ
সারিয়াকান্দি উপজেলা ফায়ার সার্ভিসের লিডার ময়েজ উদ্দিন জানান, শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে কালিতলা ঘাটের অপর পাশের বাটির চরে এলাকায় পরিবারের সঙ্গে বেড়াতে যায় স্কুলছাত্র মুগ আলী ছোট। পরে কালিতলা ঘাট থেকে নৌকায় চড়ে তারা বাটির চরে যান। সেখানে যাওয়ার পর অন্যদের সঙ্গে নদীতে গোসলে নামে ছোট। এর কিছুক্ষণ পরেই স্রোতের টানে নদীতে তলিয়ে যায় সে। এই সময় তার বাবা-মায়ের চিৎকারে স্থানীয় লোকজন এসে খোঁজাখুঁজি শুরু করে ব্যর্থ হয়।
আরও পড়ুন: রাজশাহীতে নিখোঁজ কলেজছাত্রের লাশ উদ্ধার
পরদিন রবিবার রাজশাহী থেকে একটি ডুবুরি দল এসে প্রায় ৩০ ঘণ্টা অভিযান চালিয়ে সোমবার দুপুরে মুগের লাশ উদ্ধার করে।
২ বছর আগে