৩০০ আসন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: ৩০০ আসনে ২ হাজার ৭৪১টি মনোনয়ন ফরম জমা
আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ টি সংসদীয় আসনের জন্য মোট ২ হাজার ৭৪১টি মনোনয়ন ফরম জমা পড়েছে।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) শরিফুল আলম গণমাধ্যমকে এ তথ্য জানান।
নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে ৩০টি দলের প্রার্থীরা মনোনয়ন ফরম জমা দিয়েছেন। উল্লেখ্য, বিএনপিসহ ১৪টি দল নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
আরও পড়ুন: জাতীয় নির্বাচন: মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বৃহস্পতিবার
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল আজ বিকাল ৪টা পর্যন্ত।
আগামী ১ থেকে ৪ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। ১৭ ডিসেম্বরের মধ্যে প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা।
গত ১৫ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। সেই অনুযায়ী আগামী ৭ জানুয়ারি (রবিবার) ভোট গ্রহণ করা হবে।
রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল গ্রহণ ও নিষ্পত্তি আগামী ৫ থেকে ১৫ ডিসেম্বর এবং প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর।
আরও পড়ুন: জাতীয় নির্বাচন: মনোনয়নপত্র দাখিলের সময় শেষ
১ বছর আগে
৩০০ আসনে ইভিএমে ভোট নেয়ার সক্ষমতা নেই: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) এখনও পুরনো ব্যালটের পরিবর্তে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে পুরো জাতীয় নির্বাচনের ব্যবস্থা করার সক্ষমতা অর্জন করতে পারেনি।
মঙ্গলবার নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি ২০২২ উপলক্ষে প্রশিক্ষকদের প্রশিক্ষণ (টিওটি) উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি এ কথা বলেন।
সিইসি বলেন, ৩০০টি নির্বাচনী এলাকায় ইভিএম ব্যবহার নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।
আরও পড়ুন: ইভিএম এখনও বুঝে উঠিনি: সিইসি
তিনি বলেন, আগামী নির্বাচন ব্যালট পেপার নাকি ইভিএম ব্যবহার করে হবে, কতটি আসনে ইভিএমের ভিত্তিতে ভোট হবে সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি ইসি। এটি পর্যালোচনা করা হচ্ছে।
হাবিবুল আউয়াল বলেন, আমরা যতটা সম্ভব নির্বিঘ্নে ভোট পরিচালনা করব। এটা আমাদের এখতিয়ারের মধ্যে রয়েছে।
যে কেউ বা রাজনৈতিক দল তাদের নিজ নিজ মতামত দিতে পারে উল্লেখ করে সিইসি বলেন, ‘সবদিক পর্যালোচনা করে আমরা সিদ্ধান্ত নেব কোন পদ্ধতিতে ভোট প্রয়োগ করা হবে। এটা আমাদের সিদ্ধান্ত, এ ব্যাপারে আমরা স্বাধীন।’
তিনি বলেন, সঠিক ভোটার তালিকা না থাকলে প্রতিনিধিত্বমূলক সরকার গঠন সম্ভব নয়।
ইসি সচিব মো. হুমায়ুন কবীরের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় চার নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: সিইসির বিরুদ্ধে আদালত অবমাননার রুল
নতুন সিইসি কট্টর আ’লীগ সমর্থক: বিএনপি
২ বছর আগে