আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ টি সংসদীয় আসনের জন্য মোট ২ হাজার ৭৪১টি মনোনয়ন ফরম জমা পড়েছে।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) শরিফুল আলম গণমাধ্যমকে এ তথ্য জানান।
নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে ৩০টি দলের প্রার্থীরা মনোনয়ন ফরম জমা দিয়েছেন। উল্লেখ্য, বিএনপিসহ ১৪টি দল নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
আরও পড়ুন: জাতীয় নির্বাচন: মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বৃহস্পতিবার
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল আজ বিকাল ৪টা পর্যন্ত।
আগামী ১ থেকে ৪ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। ১৭ ডিসেম্বরের মধ্যে প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা।
গত ১৫ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। সেই অনুযায়ী আগামী ৭ জানুয়ারি (রবিবার) ভোট গ্রহণ করা হবে।
রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল গ্রহণ ও নিষ্পত্তি আগামী ৫ থেকে ১৫ ডিসেম্বর এবং প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর।